১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভায় নেতৃবৃন্দ


এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলায়তনে গত ১৩ আগস্ট রোববার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুর রহমানের সভাপত্বিতে ও  সধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ, জাপার সহ-সভাপতি আইন উদ্দিন, জাপার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর জাকির, জাপার যুব সম্পাদক শফিকুল আলম, জাপার ছাত্রবিষয়ক সম্পাদক আবদুর রহমান মানিক, যুব সংহতির সহ-সভাপতি আবদুল মোতালেব, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এমডি মুসলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন একজনের কথায় চলে। তিনি যা বলেন সেইটাই আইনসিদ্ধ। একজনের সিদ্ধান্তেই এখন রায় হয় এমন বাস্তবতায় আমরা পড়ে গেছি। এ থেকে বাঁচতে হলে গভর্ন্যান্স চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সংহতি, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশিরা খারাপ উদ্দেশে গণতন্ত্র ও ভোটের কথা বলছে। এসব কথার কোনো অর্থ নেই। বিদেশিরা জনগণের পক্ষেই কথা বলছে। তারা ভালো কিছু চাচ্ছে। তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ দুই নেত্রীর ওপর আস্থা হারিয়া ফেলেছে। গত ৯০ সাল থেকে দুই নেত্রী ক্ষমতা থেকে দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে। দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। দেশের ১৮ কোটি মানুষের টাকা বিদেশে পাচার করে নিজ দলের মন্ত্রী-এমপিকে রাতারাতি কোটিপতি করে দেন। বঙ্গবন্ধু সেই ৭ই মার্চে ভাষণে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ৩০ লাখ মানুষের লাল রক্তের বিনিময়ে আমাদের গর্বের বাংলাদেশ। সেই স্বাধীন দেশে এভাবে লুটপাট, জনগণ কোনোদিন মেনে নেবে না। তারা বলেন, বাঙালি বীরের জাতি এবং শক্ত মনের অধিকারী। তারা এই দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। তারা জিম্মি থেকে মুক্তি পেতে চায়।

শেয়ার করুন