প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নতুন কমিটি নতুন বছরে দায়িত্ব গ্রহণ করেছে। গত জানুয়ারি ওজনপার্কে বিয়ানীবাজার সমিতির নিজস্ব ভবনে বিদায়ী কমিটি নতুন কমিটিকে কাগজপত্র, আসবাবপত্র হিসাব ও চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির পুনর্নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, নবনির্বাচিত সেক্রেটারি রেজাউল আলম অপু, পুনর্নির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু। বিদায়ী সেক্রেটারি নজমুল হক মাহবুব ও দফতর সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত থেকে নতুন কমিটির সেক্রেটারির কাছে সব কিছু হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের সময় বিদায়ী সেক্রেটারি নাজমুল হক মাহবুব দেশ পত্রিকাকে বলেন, নগদ এবং ব্যাংকে ২ লাখ ৩৩ হাজার ১৭৫ ডলার, সমিতির ২০০ শত কবর যার দাম প্রায় ১ লাখ ২২ হাজার ডলার মূল্যের কাগজপত্র, ব্যবহৃত নথিপত্র, সদস্য তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেছি।
নির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু বিদায়ী কমিটির সেক্রেটারি ও দফতর সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদায়ী সেক্রেটারি নাজমুল হক মাহবুব নতুন কমিটিকে পুনরায় অভিবাদন জানিয়ে বলেন, সমিতির স্বার্থে নতুন কমিটিকে যে কোনো কাজের জন্য আমার সাহায্য ও সহযোগিতার হাত অবারিত থাকবে। নতুন কমিটি সমিতির ঐতিহ্যকে সমুন্নত রেখে কার্যক্রম পরিচালনা করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।