০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মানবিক রাজনীতিতে আপস করলে বাংলাদেশ টিকবে না
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৪
মানবিক রাজনীতিতে আপস করলে বাংলাদেশ টিকবে না বক্তব্য রাখছেন মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী সিকদার


ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী সিকদার বলেছেন, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গণ্যের যে দাবি তিনি তুলে ধরেছিলেন তার মাধ্যমে পরবর্তীতে বাঙালি জাতির জাতিসত্তার লড়াই শুরু হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কর্তৃক পল্টন টাওয়ারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আরোমা দত্ত, ড. নিমচন্দ্র ভৌমিক, ভিক্ষু সুনন্দপ্রিয়, রঞ্জন কর্মকার, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ। 

মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী সিকদার আরো বলেন, ৪৮ থেকে মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তীতে, ৭২-র সংবিধান গৃহীত হওয়া পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তাকে চ্যালেঞ্জ করে কোন রাজনীতি বাংলাদেশে করা যাবে না। অসাম্প্রদায়িক মানবিক রাজনীতির ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটছে, গোঁজামিল চলছে তার উল্লেখ করে জেনারেল সিকদার বলেন, সে জায়গায় কোন আপস করলে বাংলাদেশ আর থাকবে না। 

সাংসদ আরোমা দত্ত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীতাকারীদের বিরুদ্ধে স্বোচ্চার থাকার উপর জোর গুরুত্ব আরোপ করেন। 

আলোচনা অনুষ্ঠানের পূর্বে চলচ্চিত্রকার তানভির মোকাম্মেল পরিচালিত ’তিতাস পাড়ের মানুষটি’ প্রদর্শিত হয়।

শেয়ার করুন