০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৬:১৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


কুইন্স কমিউনিটি বোর্ডে ১২ বাংলাদেশি নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
কুইন্স কমিউনিটি বোর্ডে ১২ বাংলাদেশি নির্বাচিত নার্গিস আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, দিলীপ, মেহেদী ও ওসমান


কুইন্স কমিউনিটি বোর্ডে নতুন করে ১২ জন বাংলাদেশি ২ বছরের জন্য পাবলিক সার্ভেন্ট হিসেবে নিয়োগ পেলেন। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস গত ৪ এপ্রিল বৃহস্পতিবার ১৪টি কমিউনিটি বোর্ডের ৩৫৫ জন পাবলিক সার্ভেন্টের নাম ঘোষণা করেন। এ বছর মোট আবেদনকারি ছিলেন ৮৪৮ জন। কমিউনিটি বোর্ড ৮ জ্যামাইকা, কিউ গার্ডেন, ব্রায়ারউড, সাউথ ফ্লাশিং ও হলিসউড নিয়ে গঠিত। এই বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তারা হলেন নার্গিস আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফ আলম, দিলীপ নাথ, আলেয়া সেলিম ও মোহাম্মদ তুহিন। কমিউনিটি বোর্ড ১ থেকে নির্বাচিত হয়েছেন আমিন মেহেদী। নির্বাচিত অন্য বাংলাদেশিরা হলেন ওসমান আলী চৌধুরী (কমিউনিটি বোর্ড ২), মোহাম্মদ ইসমাইল (কমিউনিটি বোর্ড ৪), কামাল ভূঁইয়া (কমিউনিটি বোর্ড ৯), ফজলুর রহমান (কমিউনিটি বোর্ড ১০) ও খোন্দকার ইসলাম (কমিউনিটি বোর্ড ১২)। প্রত্যেকটি কমিউনিটি বোর্ডের সদস্য সংখ্যা ৫০ জন। প্রতি ২ বছর মেয়াদে কুইন্স ব্যরো কমিউনিটি বোর্ডে ৩৫৫ জন করে নিয়োগ দেয়া হয়। এ বছর ২০২৪-২০২৫ মেয়াদে এই নিয়োগ দেয়া হলো।

নির্বাচিতদের মধ্যে অনেকেই পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ৫৫ ভাগ সদস্যই নতুন। যাদের মধ্যে ১১৭ জন রয়েছেন মহিলা। কমিউনিটি বোর্ডগুলোতে এশিয়ান, আফ্রিকান ও স্প্যানিশ প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন