৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:২৬:০৮ পূর্বাহ্ন


প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বললেন
‘মাইনাস টু’ কী জিনিস এটা অন্তর্বর্তী সরকার জানে না’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
‘মাইনাস টু’ কী জিনিস এটা অন্তর্বর্তী সরকার জানে না’ শেখ হাসিনা ও খালেদা জিয়া


‘আমাদের সরকার মাইনাস টু কী জিনিস, এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’ ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো চিন্তাভাবনা আছে কি না এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

রাজধানীর পরিবাগে ফরেন সার্ভিস একাডেমিতে গত ১৫ অক্টোবর মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন আজাদ মজুমদার। ২০০৭ সালের ১/১১ সরকারের সময় দেশের রাজনীতিতে আলোচিত ছিল ‘মাইনাস টু ফর্মুলা’। সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার পক্ষে দল দুটির কিছু নেতা সক্রিয় ছিলেন। ওই নেতারা সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ওই সময় ওই দুই নেত্রীকে জেলেও যেতে হয়েছিল। 

ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিষয়টি নিয়ে আবারও কানাঘুষা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁর দল বিরাজনীতিকরণে বিশ্বাস করে না এবং আবার ‘মাইনাস টু’ দেখতে চায় না।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে অন্তর্বর্তী সরকার। গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দলের সঙ্গে সংলাপ হয়েছিল। দুর্গাপূজার কারণে গত শনিবার সংলাপ হয়নি বলে সূত্রে জানা গেছে। এরই অংশ হিসেবে ১৯ অক্টোবর শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকার সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব।

শনিবার আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর বিষয়ে উপপ্রেস সচিব বলেন, গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বিজেপিসহ আরও দু-একটি রাজনৈতিক দলকে হয়তো এ দফায় কিংবা পরবর্তীকালে আমন্ত্রণ জানানো হবে, সেটা প্রক্রিয়াধীন আছে।

সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া। অনেক রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। অন্য আর কার (দল) সঙ্গে আলোচনা হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।

শেয়ার করুন