বাংলাদেশের প্রায় ১২ জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে অনেকে, আবার আহতও হয়েছেন। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের তারা ঘরবাড়ি থেকে শুরু করে সর্বস্ব হারিয়েছেন। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এসেছেন। তবে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে প্রবাসের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে। অনুষ্ঠানটি গত ৩০ আগস্ট বিকালে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আতোয়ারুল আলম, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য সাদী মিন্টু এবং বাংলাদেশ সোসাইটির সদস্য বশির উদ্দিন। বাংলাদেশ সোসাইটির এই অর্থ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে পাঠানো হয়।
কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের সরকার ক্ষমতায় রয়েছে। কঠিন এক সময়ে তারা দায়িয়ত্বভার গ্রহণ করেছেন। যখন তারা দায়িত্ব গ্রহণ করেন, তখন বাংলাদেশে এক চরম পরিস্থিতি ছিল, চারিদিকে অরাজকতা। ছিল না দেশে কোনো গণতন্ত্র, দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর ছিল। সে ক্রান্তিলগ্নে বিশ্ববরেণ্য নোবেল লরিয়েটে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন রাষ্ট্রীয় সংস্কারে নেমেছেন। কীভাবে বাংলাদেশকে জনগণের বাংলাদেশ করা যায়, সেই কাজ করছেন। আমি বিশ্বাস করি, তিনি বাংলাদেশকে বিশ্বের উন্নতির শিখরে পৌঁছাবেন। তার সেই যোগ্যতা এবং সারা বিশ্বে তার সেই গ্রহণযোগ্যতা রয়েছে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া কনসাল জেনারেলকে আমাদের অফিসে স্বাগতম। আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমি বাংলাদেশে। কারণ ওই দেশে আমাদের জন্ম, ওই দেশে আমাদের আত্মীয়স্বজন রয়েছেন। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে আরো অর্থ তুলে তা পাঠিয়ে দেবো। আমাদের এ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে। তিনি আরো বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করি, তারাও যেন প্রবাসী বাংলাদেশিদের কথা স্মরণ রাখেন।
সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সবাই ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন এবং ব্রঙ্কসে ভ্রাম্যমাণ কনস্যুলেট চালুর দাবি জানালে কনসাল জেনারেল অল্প সময়ের মধ্যে তা চালুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।