২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৪৯:২১ পূর্বাহ্ন


মহানগর উত্তর বিএনপি সম্মাননা জানালো মুক্তিযোদ্ধাদের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৫
মহানগর উত্তর বিএনপি সম্মাননা জানালো মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


নিউইয়র্কের ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি হলে গত ১৭ ডিসেম্বর নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম স্বপনসহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা। এছাড়া উপস্থিত ছিলেন জাফর তালুকদার, এটিএম জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহিম, শরীফুল হক খালিশদার, বিলাল চৌধুরী, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, আনোয়ারুল সেবুল, সুলতান মাহমুদ সিদ্দিক, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুল আহাদ হেলাল, দোলোয়ার হোসেন, আনোয়ারুল আলম ভূঁইয়া, শামুন মাহমুদ, মোস্তাফিজুর রহমান প্রিন্স, খন্দকার আব্দুল বাকী, জিয়াউর রহমান জামিল, আসাদুজ্জামান আসাদ, সুজাউদ্দীন, মাহাবুব আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম সরকার, শেখ আক্তার হোসেন নান্নু, ইউসুফ হাওলাদার, মোহাম্মদ বাদল হোসেন, আশরাফ চৌধুরী জামি, শেক্সপিয়ার জামান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোহেল আহমেদ, বেগ ইসলাম মিন্টু, আক্তার খান রাজু, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, আব্দুর মোক্তাদির, মাহমুদুল হক, মোহাম্মদ জি আমিন, মাহবুব চৌধুরী, এমডি শফিকুল্লাহ, আশিকুল হক, সৈয়দ আব্দুল বাসিত, খলিলুর রহমান, আব্দুল কাহার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন বিডিআর, শাহ ইকবাল রাজু, অপু সিং, হামিদুর রহমান চিনু, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, মুরাদ হোসেনসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিজয় দিবসে বিএনপির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। সেই সঙ্গে দেশমাতা বেগম জিয়ার সুস্থতা এবং উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতারা ১৫ জন মুক্তিযোদ্ধার গলায় মেডেল ও ফুলের মালা পরিয়ে দেন।

পরিশেষে সভাপতি আহবাব চৌধুরী উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) সভাপতি সেলিম রেজার ভাই খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন