৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:১২:৩৬ অপরাহ্ন


ওজনপার্কে সেলিম-আলী পরিষদের প্যনেল পরিচিতি সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
ওজনপার্কে সেলিম-আলী পরিষদের প্যনেল পরিচিতি সভা


কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে মুলধারায় শক্ত অবস্থান প্রতিষ্ঠা করা,ন তুন প্রজন্মের সাথে বাংলাদেশ সোসাইটির সেতুবন্ধন তৈরি করা, সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও জবাবদীহিতামূলক সার্বজনীন সংগঠনে রূপান্তরিত করা, বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার অভিপ্রায় ও পরিবর্তনের ডাক দিয়ে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেলিম-আলী পরিষদ তাদের প্যানেলের পরিচিতির ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর ওজনপার্কের আল মদিনা পার্টি হলে সন্ধ্যায় পরিচিতি সভার আয়োজন করে। প্যানেল পরিচিতি সভায় ওজনপার্কের মাটি, সেলিম- আলী পরিষদের ঘাটি, সেলিম-আলী পরিষদের বিজয় হবে- শ্লোগান উচ্চারিত হতে থাকে।

আমিনুল হোসেনের পরিচালনার সভায় সভাপতিত্ব করেন ওজনপার্ক সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মকবুল রহিম চুনই। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন সেলিম-আলী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী জামিল আনসারী। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। প্যানেল পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল। গঠন করা হয় ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির আহ্বায়ক হলেন মকবুল রহিম চুনই, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ হাজারী, আকমল হোসেইন, বজলুর রহমান, প্রধান সমন্বয়ক রাসূল আমিন বাবুল, সমন্বয়কারী মোহাম্মদ আলীম, আব্দুল বাসিত, শামীম আহমদ, সদস্য সচিব আমিনুল হোসেন, যুগ্ম সদস্য সচিব ছারওয়ার হোসেন, কামাল উদ্দিন, মিজানুর রহমান, জুনেদ আহমদ।

স্বাগতিক বক্তব্য রাখেন মকবুল রহিম চুনই, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্তী মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী জামিল আনসারি, সাহিত্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক প্রার্থী আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী মোহাম্মদ হাছান (জিলানী)। কার্যকরি সদস্য প্রার্থী মোহাম্মদ সিদ্দিক পাটয়ারী, হারুন চেয়ারম্যান, আব্দুল কাশেম চৌধুরী, জাহংগীর সোহরাওয়ার্দী, মুনসুর আহমদ, হাছান খান।

আতাউর রহমান সেলিম বক্তব্যের প্রারম্ভে উপস্থিত সবাই কে ধন্যবাদ জানান ও মরহুম কামাল আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, সেলিম-আলী পরিষদের সব প্রার্থী তরুণ ও সাংগঠনিক। আগামী ২৭ অক্টোবর ভোট দিয়ে তার প্যানেনকে জয়যুক্ত করার আহ্বান জানান। বর্তমান কমিটি ভোটার নিবন্ধন নিয়ে জালিয়াতি নয় পুকুর চুরির কথা উল্লেখ করে তিনি বলেন, ৩০ জুন ভোটার নিবন্ধের শেষ দিন বর্তমান কমিটি ১৮ হাজার ৩৩০ ভোটার সংখা ঘোষণা করেন। খসড়া ভোটার তালিকা শেষে চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনের নিকট জমার সময় অতিরিক্ত ২৮২ ভোট যোগ করে ১৮৬১২ ভোটার তালিকা প্রস্তুত করেন। চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৩০৭ টি অন্তর্বুক্ত করা হয়। অনেক দেন দরবারের পর ৩০৭টি বাদ দেয়া হয়। বাদ দেয়া ভোটার আমাদের। আমাদের কাছে ভোটারদের রশিদ রয়েছে।

মোহাম্মদ আলী তার বক্তব্যে মরহুম কামাল আহমদের কথা স্মরণ করেন সেই সাথে উপস্থিত সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সাথে সোসাইটির কাজের কথা উল্লেখ করে বলেন, এ দুজন সোসাইটির একটি টাকা অপচয় করেন নি। বলতেন, এ টাকা সাধারণ সদস্যদের। তিনি বলেন, সেলিম-আলী পরিষদ পরিবর্তনের ডাক নিয়ে নির্বাচনে এসেছে। সেলিম- আলী পরিষদ নির্বাচনে জয়যুক্ত হলে পরিবর্তনের ছোয়া দেখতে পাবেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের (একাংশের) সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী মিছবাহ আহমদ, ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ আজহার হোসেন, আলী ইমাম, ব্রুকলীন সেলিম আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ফেরদৌস, ফিরোজ আহমদ, মির্জা আজম, বিয়ানীবাজার সমিতির মহিলা সম্পাদিকা হাসনা হেনা, সালমা কবির, ব্রুকলীনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী আসাদ উল্লাহ। 

রুহুল-মিন্টু প্যানেলের প্রচারণা

এদিকে রুহুল-জাহিদ প্যানেলের সভা, সমাবেশ এবং প্রচালণা অব্যাহত রয়েছে। তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। গত সপ্তাহে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস, ওজনপার্কে এবং জ্যাকসন হাইটস এলাকায় প্রচারণা চালিয়েছেন। তাদের প্রচারণার নতুন কৌশল হচ্ছে সভা-সমাবেশের পাশাপাশি মুসজিদের মুসল্লীদের কাছে ভোট প্রার্থনা এবং সেই এলাকাভিত্তিক মুরব্বী এবং তরুণ প্রজন্মের কাছে নিজেদের অবস্থানকে তুলে ধরা। তারা ইতিমধ্যেই প্রমাণে সমর্থন হয়েছেন যে, তাদের প্যানেল জয়ী হলে তারা বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা করবেন। এ ব্যাপারে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু বলেন, বাংলাদেশ কমপ্লেক্স নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই কয়েকটি স্থান দেখা হয়েছে। তারা বলেন, এই সেন্টার হবে ওয়ানস্টপ সেন্টারের মত যেখানে বাংলাদেশীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তারা বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের অতীত রেকর্ড তাই বলেন। তারা কারো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রুহুল জাহিদ প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান। তারা আরো বলেন, আমরা নেতা হবার জন্য নির্বাচন করছি না, আপনাদের দেদমত করার জন্য নির্বাচন করছি। সুতরাং আমাদের খেদমত করার সুযোগ দিন।

রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।

শেয়ার করুন