০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ব্রেইন হ্যামারেইজে আক্রান্ত , শারীরিক অবস্থা ভালো নয়
খন্দকার মোশাররফ হোসনকে আবার নেয়া হচ্ছে সিঙ্গাপুর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৪
খন্দকার মোশাররফ হোসনকে আবার নেয়া হচ্ছে সিঙ্গাপুর খন্দকার মোশাররফ হোসেন/ফাইল ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনকে উন্নত চিকিতসার জন্য আবার সিঙ্গাপুর নেয়া হচ্ছে। তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বলেন‘‘ বাবা ব্রেইন হ্যামারেইজে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।”

‘‘ এভারকেয়ার হাসপাতালেরর চিকিতসকদের পরামর্শক্রমে বাবাকে কাল(রোববার)সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হচ্ছে। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেয়ার সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।”

বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ব্যারিস্টার মারুফ।

খন্দকার মোশাররফ হোসেন এখন বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিতসাধীন আছেন।

গত বছরের ১৬ জুন বিএনপির ঘোষিত মহানগর বিএনপি উত্তরের পদযাত্রা কর্মসূচির শেষান্তে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২৭ জুন তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের অধিক সময় চিকিতসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেনকে দলের ছাত্র বিষয়ক সম্পাদক করেন। তিনি দীর্ঘ সময় ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলের শীর্ষস্থানীয় দায়িত্ব পালন করছেন।



১৯৯১ সাল, ১৯৯৬ সাল এবং ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ।

সর্বশেষ ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য মন্ত্রী ছিলেন।

শেয়ার করুন