০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৫:৩৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


আবিদ জুয়েলার্সের ৮ লাখ ডলারের গহনা ডাকাতদের খুঁজছে পুলিশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
আবিদ জুয়েলার্সের ৮ লাখ ডলারের গহনা ডাকাতদের খুঁজছে পুলিশ ডাকাত দল


নিউইয়র্ক সিটি পুলিশ জ্যাকসন হাইটসের অ্যাবিদ জুয়েলার্সের ও ব্রুকলিনের জুয়েলারি দোকানগুলোতে ডাকাতি করা তিন সদস্যের একটি ডাকাত দলের সন্ধানে রয়েছে। যারা কুইন্সের জ্যাকসন হাইটসের জুয়েলারি দোকানে হামলা করে প্রায় ৮ লাখ ডলার মূল্যবানের গহনা লুট করে নিয়ে যায়।

এনওয়াইপিডি গত ১১ ডিসেম্বর বুধবার জানিয়েছে, ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তিনজন ডাকাত মাস্ক এবং হুডি পরিহিত অবস্থায় কুইন্সের জ্যাকসন হাইটসের ৩৭তম এভিনিউ এবং ৭৪তম স্ট্রিটের আবিদ জুয়েলার্সের দোকানে হামলা করে। তারা হ্যামার এবং সেøজহ্যামার ব্যবহার করে ডিসপ্লে জানালা ভেঙে মূল্যবান গহনা লুট করে, যার আনুমানিক মূল্য ৮ লাখ ডলার। আবিদ জুয়েলার্সের মালিক আবিদ মুখতার জানান, ডাকাতি এত দ্রুত ঘটেছিল যে তিনি একাই দোকানে ছিলেন এবং তখন কোনো গ্রাহক ছিল না। 

তিনজনের একটি ডাকাত দল দোকানটির কাচ ভাঙা শুরু করে। কিছুক্ষণের মধ্যে দোকানের সামনের অংশে রাখা স্বর্ণালংকার লুট করে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা কাচ ভেঙে তারপর বাইরে থেকে গহনা নিয়ে চলে গেছে। ডাকাতির পর তিনি আরো বলেন, আমি ২৫ বছর ধরে এই ব্যবসা করছি, এমন কিছু কখনো হয়নি, আমি শকড ছিলাম।

তিন সদস্যের ডাকাত দল জিপে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তারপর ৭২তম স্ট্রিট এবং ৩৫তম অ্যাভিনিউতে পৌঁছে জিপটি ফেলে দিয়ে একটি কালো সেডানে পালিয়ে যায়।

দুই দিন পর ৮ ডিসেম্বর দুপুর ১:৩৫ টায়, একই দল নিউইয়র্ক সিটি পুলিশের পক্ষ থেকে বিশ্বাস করা হচ্ছে, তারা একটি নীল হোন্ডা সিভিক গাড়ি নিয়ে ব্রুকলিনের ৫ম অ্যাভিনিউ এবং বে রিজ অ্যাভিনিউতে আরেকটি জুয়েলারি দোকানে হামলা করে। তিনজন ডাকাত সেøজহ্যামার এবং হ্যামার ব্যবহার করে ডিসপ্লে কেসে ঢুকে পড়ে।

তবে এইবার ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়, পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। যারা এই ঘটনাগুলোর সম্পর্কে কোন তথ্য জানেন, তাদেরকে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইনে ১-৮০০-৫৭৭-টিপস (৮৪৭৭) কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

শেয়ার করুন