০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ০৫:৫৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


কঠিন চ্যালেঞ্চের মুখে বাংলাদেশের এ অলরাউন্ডার
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের


আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি। এর ফলে তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন প্রশ্নের মুখে। তবে সাকিব যদি তার তৃতীয় পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আবার ফিরতে পারবেন বোলিংয়ে। তার আগে তাকে আইসিসি’র নির্ধারিত বোলিং উপদেষ্টার কাছে রিহ্যাব প্রগ্রামে অংশ নিতে হবে।

এ ব্যাপারে সাকিবকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। কারন তৃতীয়বারও ফেল করার অর্থ সাকিবের বোলিং ক্যারিয়ারের ইতি।

এদিকে গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে সাকিব শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সহ অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিং নয়।

শেয়ার করুন