১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


শিল্পী পড়শী বিয়ে করলেন নিউইয়র্ক প্রবাসী নিলয়কে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
শিল্পী পড়শী বিয়ে করলেন নিউইয়র্ক প্রবাসী নিলয়কে নিলয় ও পড়শী


বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী শিল্পী হামিম নিলয়। গত বছরের ৪ মার্চ তাদের কাবিন হয় বলে জানিয়েছেন পড়শী। পড়শী ও নিলয় ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার একই আসরের প্রতিযোগী ছিলেন। নিলয় ২০১০ সাল থেকে পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে আসছেন। তারা এখন জ্যামাইকায় বসবাস করছেন।

গত বছর নিলয় বাংলাদেশে যান। সে সময় পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের বিষয়ে কথা বলেন। যদিও এই সময় নিনয়ের বাবা, মা এবং ছোট ভাই নিউইয়র্কেই ছিলেন। অনুষ্ঠানে ছিলেন নিলয়ের মামা এবং মামী। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের কাবিন সম্পন্ন হয়। প্রথম বিয়ের খবর গণমাধ্যমে এখনই জানাতে নারাজ ছিলেন পড়শী। তবে বিষয়টি জানাজানি হলে ১২ জানুয়ারি বিয়ের কথা স্বীকার করে দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ-সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই অনেক সাংবাদিক জানতে চাচ্ছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নিলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

গত বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিলেন নিলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দু’জন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাক্সক্ষীদের প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শিগগিরই নিলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’

এদিকে নিলয়ের বাবা মাহবুব ফিরোজ দেশকে বলেন, আসলে গত বছর মার্চে নিলয় বাংলাদেশে গিয়েছিল, আমরা যাইনি। নিলয়ের মামা এবং মামী উপস্থিত থেকে উভয় পক্ষের সম্মতিতে আকদ অনুষ্ঠিত হয়। আমাদের ইচ্ছে ছিল বড় আয়োজন এবং অনুষ্ঠান করে বিষয়টি জানাবো। যে কারণে তাদের সম্মতিতে বিষয়টি গোপন রাখা হয়। কিন্তু শেখ পর্যন্ত গোপন রাখা গেল না। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আগামী মাসে নিলয় বাংলাদেশে যাচ্ছে। আলাপ-আলোচনা করা হবে অনুষ্ঠানের ব্যাপারে।

গান ও অভিনয়ও করছেন পড়শী। বিশেষ করে কোনো উৎসব আয়োজনে তার ব্যস্ততা বেড়ে যায়। কয়েক বছর ধরে ঈদ নাটকে তাকে দেখা যায়। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। গত বছর তার গাওয়া ‘কথা একটাই’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এতে তার সহশিল্পী ছিলেন ইমরান মাহমুদুল। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন এই তারকা কণ্ঠশিল্পী।

শেয়ার করুন