১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৫:৪২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আশা প্রকাশ
‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৫
‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে’


ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা  আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে, যা দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ করবে।

সোমবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ভারত টেক্স ২০২৫’-এর প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়। এটি একটি বৈশ্বিক টেক্সটাইল ইভেন্ট, যেখানে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেবেন এবং সম্পূর্ণ টেক্সটাইল ভ্যালু চেইন এক ছাদের নিচে আসবে।

ভার্মা বাংলাদেশের সমাজ-অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে সরবরাহ ও মূল্য শৃঙ্খল সংযোগ জোরদারে এর ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, আরএমজি ও টেক্সটাইল খাতে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও পারস্পরিক স্বার্থের প্রতিফলন।

ভার্মা আশা প্রকাশ করেন যে, ‘ভারত টেক্স ২০২৫’-এ বাংলাদেশের একটি বড় প্রতিনিধিদলের অংশগ্রহণ নতুন সরবরাহ শৃঙ্খল সংযোগ, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এছাড়া, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মতবিনিময় সভায় অংশ নেন। সূত্র: বাসস।

শেয়ার করুন