‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগান সামনে রেখে গত ১১ বছর ধরে নিউইয়র্কে শিল্প-সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল। সংগঠনটির স্বপ্নদ্রষ্টা এ সময়ের গুরুত্বপূর্ণ বাঙালি কবি কাজী জহিরুল ইসলাম, যদিও তিনি সংগঠনের কোনো পোর্টফোলিও ধারণ করেন না। ঊনবাঙালের সভাপতির দায়িত্ব পালন করছেন মুক্তি জহির। গত ২৬ জানুয়ারি ঊনবাঙালের ৪৭তম সাহিত্যসভায় সবার আগ্রহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বছর একুশে বইমেলা আয়োজন করবে ঊনবাঙাল। এই লক্ষ্যে বইমেলা আয়োজনের জন্য ফখরুল আলমকে আহ্বায়ক এবং আহসান হাবিবকে সদস্যসচিব করে ৮৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি এবং ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক আবু নাসের, সারোয়ার হোসাইনী, যুগ্ম সদস্যসচিব কাজী ফৌজিয়া, শামসুদ্দিন শামীম। সদস্য-আনোয়ার হোসেইন মঞ্জু, ডা. ওয়াজেদ, ড. আবুল কাশেম, মো. শহীদুল্লাহ, আব্দুল্লাহ জাহিদ, সৈয়দ ফজলুর রহমান, রাগীব আহসান, আজিজুল হক মুন্না, ইমরান আনসারী, আলী সাঈদ টিপু, শেখ সিরাজ, এ বি এম সালাহউদ্দিন, আদিত্য শাহীন, দিমা নেফারতিতি, সৈয়দ রাব্বী, ফখরুল ইসলাম দেলোয়ার, ওয়াহেদ হোসেন, হাসান আমজাদ খান, আহসান হাবীব, সুমন শামসুদ্দিন, জি এম ফারুক খান, নুরুল খান, ইমাম চৌধুরী, নজরুল ইসলাম, সোহেল হামিদ, ফিরোজ আহমেদ, দেওয়ান নাসের রাজা, এইচ বি রিতা, এস এম মোজাম্মেল হক, আসাদুজ্জামান বাবু, রওশন হক, এবিএম ওসমান গডু, ফরিদা ইয়াসমিন, কাজী আজম, রফিক পাটওয়ারী, সোহানা নাজনীন, রেণু রোজা, কাওসার পারভীন চৌধুরী, হারুন-অর-রশিদ তানভীর, মুশফিক অন্তু, আহনাফ আলম, নেসার ভূঁইয়া রাসেল, টুটুল, মুন্না চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, নেলী ইসলাম, জেবুন্নেসা জ্যোৎস্না, ভায়লা সালিনা লিজা, লুৎফা শাহানা, শেলী জামান খান, সায়েব খালিসদার, শামসুন ফৌজিয়া, মিয়া এম আসকির, মিজান রহমান, আব্দুল মতিন, নাজমুল হোসেন, খালেদা আক্তার রুবী, জে মোল্লা সানী, শাহ আলম, মোহাম্মদ আলী, নুরুল আজিম, সৈয়দ জিন্নাত আলী, জিকরুল আমিন জুয়েল, ইসমাইল হোসেন স্বপন, শেখ হায়দার আলী, আমীন মেহেদী বাবু, কাজী সেলিম খান, আব্দুর রশিদ বাবু, মো. বিলাল চৌধুরী, মো. সাইফুল ইসলাম, কাশেম আবুল (বাবু), সুলতান এ আলম বোখারী, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ আজাদ, আম্বিয়া বেগম, সেলিম ইব্রাহীম।
উপদেষ্টা পরিষদ: সভাপতি মনজুর আহমদ। সদস্য-ড. মহসিন পাটওয়ারী, হাসান ফেরদৌস, ড. আশরাফ উদ্দিন আহমেদ, ড. মোস্তফা সারওয়ার, মুজিব বিন হক, মতলুব আলী, সৈয়দ টিপু সুলতান, শাহিদা আরবী, আজহারুল হক মিলন, তাসের মাহমুদ, আব্দুল মালেক, ডা. চৌধুরী মো. সারোয়ারুল হাসান, ইঞ্জিনিয়ার আলতাফ চৌধুরী।
ঊনবাঙালের সভাপতি, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিব যৌথ বিবৃতিতে জানান, একুশের চেতনা সমুন্নত রেখে একটি সর্বজনীন বইমেলা করাই আমাদের উদ্দেশ্য। ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ এ মেলায় উত্তর আমেরিকার বইপ্রেমী মানুষের ঢল নামবে বলেই তারা বিশ্বাস করেন।
কবি কাজী জহিরুল ইসলাম বলেন, আমার ভিশন হচ্ছে একটি লেখকের বইমেলা হোক, যেখানে প্রকাশকরা নয়, লেখকরা স্টল নেবেন, লেখক-পাঠক সরাসরি সংযোগ ঘটবে। এছাড়া বইকেন্দ্রিক নানান অনুষ্ঠান দিয়ে তিনদিনের এ বইমেলা সাজানো হবে বলে আমি বিশ্বাস করি। আহ্বায়ক কমিটিতে কমিউনিটির যোগ্য মানুষেরা আছেন, তাদের নেতৃত্বে আমরা একটি সফল বইমেলা উপভোগ করতে চাই।