০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের (মইনুল-আসাদ) ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে গত ২ মার্চ সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের পরিচালায় ইফতার ও দোয়া মাহফিলে সিলেটসহ পুরো বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল আয়োজন ছিল চমৎকার। ইফতারে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে পুরো অডিটোরিয়ামটি মিলনমেলায় পরিণত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল হাসিম হাসনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ সৈয়দ জুবায়ের আলী, সৈয়দ ফজলুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদের মেয়ে রোমানা আহমেদ, সিলেট এমসি কলেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়ামীন রশিদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক পংকি মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, নজরুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর আমিনুল হক চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, অপটিমিস্টের প্রেসিডেন্ট রফিক উদ্দিন চৌধুরী রানা, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসেন, জিবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মৌলানা সয়ফুল আলম সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি আনোয়ার চৌধুরী পারেক, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, লেখিকা রুপা খানম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, মোহাম্মদ তোলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মখন মিয়া, আব্দুস সালাম, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনায়েত হোসেন জালাল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধরী, হুমায়ুন চৌধুরী, রিয়াজ কামরান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, শওকত আকবর রচি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আই খান সুলতান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এ এফ মিসবাহউজ্জামান, শাহীন আজমল, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক এম এ করিম, লেখিকা সীমু আফরোজ, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ এ খায়ের, সদস্য সচিব হেলিম উদ্দিন, সমন্বয়কারী মনির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি শাহ মিজানুর রহমান, মোহাম্মদ মনির উদ্দিন প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন