জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।
গত ১০ মার্চ সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জমশের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জমশের আলী বলেন, ‘নিহতদের অনেকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। তাই তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি নিখোঁজদের নিকটতম আত্মীয়, অর্থাৎ বাবা-মা, সন্তান, ভাই-বোনদের আসার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকে জানেন না, নিহতদের শনাক্তের প্রক্রিয়া কী হবে। তাই সবাইকে আমরা সিআইডিতে আসার আহ্বান জানিয়েছি।’
জমশের আলী বলেন, ‘নিহত ১৩ জনের ডিএনএ প্রোফাইল সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষিত আছে। তাদের মধ্যে ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল এবং ৮ জনের লাশ এখনো মর্গে। যদি কোনো পরিবার শহিদদের পরিচয় জানতে চান, তাহলে শহিদদের নিকটতম আত্মীয়স্বজনকে সিআইডির ফরেনসিক বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।’
যোগাযোগের ঠিকানা ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দফতর, মালিবাগ, ঢাকা। মোবাইল নম্বর: ০১৩২০-০১০৫৭২