১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০৫:২৮:১৮ পূর্বাহ্ন


এতিম বালিকা ও বিধবা মায়েদের পাশে ঢাকা কলেজ ৮৫’ ব্যাচ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
এতিম বালিকা ও বিধবা মায়েদের পাশে ঢাকা কলেজ ৮৫’ ব্যাচ এতিমদের মধ্যে ঈদের পোশাক বিতরণ


এবারও এতিম বালিকা ও বিধবা মা’দের পাশে দাঁড়িয়েছে ঢাকা কলেজের ’৮৫ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে গড়ে উঠা প্লাটফরম ডিসি কেইভ-৮৫।

ভৈরবে এতিম বালিকা ও বিধবা মাতাদের মাঝে ঈদের রঙিন পোশাক বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গত ২৩ মার্চ বন্দরনগরী ভৈরবে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানায় ৪০০ শত এতিম ও বিধবা মাতাদের মাঝে ঈদের রঙিন পোষাক বিতরণ করেন ঢাকার নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস(নর)। হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকীর সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ টুটুল। ঢাকা কলেজের ৮৫’ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা.ইকবাল কবির, ২৫০ সজ্জা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. দেওয়ান নিজামুদ্দিন হেলাল, নরসিংদী রায়পুরা সরকারি আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গার্মেন্টস এন্ড ম্যানুফ্যাকচারিং ব্যবসায়ী মো.জাহিদুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন নরের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, হিসাব রক্ষক মুজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য হুমায়ুন কবির, সিসকন কম্পিউটারের স্বত্বাধিকারী টিপু, দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস, হোস্টেল সুপার জেসমিন আকতারসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। 

এর আগে নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) ও ঢাকা কলেজ ৮৫’ ব্যাচের প্রাক্তন ছাত্রদের রাজধানীতে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সহায়তায় নার্সিং কলেজে ভর্তি হওয়া কয়েকজনকে নিয়ে পল্লবী ‘সাতকরা রেস্টুরেন্ট‘ ইফতার মাহফিলের আয়োজনও করা হয়। এসময় ঢাকা কলেজের ৮৫’ ব্যাচের প্রাক্তন ছাত্ররা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের পাশে দাড়ানো প্রতিশ্রুত দেয়া হয়। 

সহায়তার পাশাপাশি তাদের ভবিষ্যত পথ চলার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেয়া হয় ঢাকা কলেজের ৮৫’ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ৮৫’ ব্যাচের টুটুল, লাবলু আবুল, ডেভিড, আলমগীর, পান্না, আল-সাদেক, শফি, কাজী সাজ্জাদ, তৌহিদ, সোহেল, পাপপু, মোহাম্মদ আবু তাহের, মো: ছগীর, প্রকৌশলী রফিক, ডা: রুমী আলম, তুষার, টিপু, শামু, মুরাদ, শামীম খান, ইমদাদ, নাজমুল, জুয়েল, জিয়াউদ্দীন জিয়া, কর্নেল মনির, জাহিদ, মুকুল, খুরশেদ বাবু, নূরুল ইসলাম বাবু, লিটন, এনামুল পিন্টু, মনির, রফিক, ফারুক, ড: ইকবাল, প্রফেসর জাহাঙ্গীর, ডাক্তার মামুন, কামরুজ্জামান, মুন্না, রতন, অংশু, সাফায়াত, জামিল,জুবায়ের, আলবাব, শাহেদ খান হারু, তাসলিম, জাহাঙ্গীর, শামসুল আলম, সাকের, শামিম, দেলোয়ার, ডা: রিয়াদ (বদিউস সালাম রিয়াদ), ডা: তাওফিক, আবদুল গনি ও প্রিন্স। 

শেয়ার করুন