৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন


হিফ্জ সমাপ্তকারীদের মধ্যে পাগড়ি ও সনদপত্র বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৫
হিফ্জ সমাপ্তকারীদের মধ্যে পাগড়ি ও সনদপত্র বিতরণ পাগড়ি ও সনদ বিতরণ অনুষ্ঠান


সামাজিক মূল্যবাধের সঙ্গে ধর্মীয় মূল্যবোধকে নিজের মধ্যে প্রোথিত করা, আল্লাহর দেওয়া বিধানকে মানা এবং অন্যকে উৎসাহিত করার মানসে নিউইয়র্কে মসজিদ-মাদরাসা-মক্তবসহ ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দারুস সুন্নাহ লতিফিয়া শাখা অন্যতম। এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এ দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে হাফেজ-আলেম শিক্ষা প্রদান করে অনন্য নজির স্থাপন করে চলেছে। এ শাখার প্রিন্সিপাল হাফিজ মোহাম্মদ আইনুল হুদা। দুনিয়া ও আখিরাতের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকে সন্তানদের মনে জাগ্রত করার দক্ষ শিক্ষক। প্রিন্সিপাল আইনুল হুদার আরেকটি প্রতিষ্ঠান দারুস সুন্নাহ লতিফিয়া সানিসাইড রয়েছে। সেখানে হাফেজ শিক্ষায় উত্তীর্ণ ছাত্রদেরকে গত ৭ সেপ্টেম্বর দারুস সুন্নাহ লতিফিয়া ওজনপার্ক শাখায় (ওজনপার্ক ফুলতলী জামে মসজিদ) এক অনাড়ম্বর পরিবেশে অভিভাবকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে তাদের সন্তানদের সম্মানসূচক পাগড়ি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আব্দুল লতিফ এম হুদা। প্রধান অতিথি ছিলেন ড. প্রফেসর এবাদুর রহমান, সহকারী ডিন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল্লাহ জুবায়ের লেকচারার ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী জয়ান। স্বাগতিক বক্তব্য রাখেন-দারুস সুন্নাহ লতিফিয়ার প্রিন্সিপাল হাফিজ মোহাম্মদ আইনুল হুদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি জামাল হোসেন, গুলজার আলী ভারপ্রাপ্ত সভাপতি, কাজী ফরিদ আহমেদ সিপিএ, আবুল এ খান, সেলিম চৌধুরী, ফুলতলী জামে মসজিদের উপদেষ্টা আব্দুল মান্নান, আব্দুর রউফ প্রমুখ। যাদের পাগড়ি পরানো ও সনদপত্র প্রদান করা হয় তারা হলো-হাফেজ মোহাম্মদ চৌধুরী, হাফেজ জাকের রহমান, হাফেজ তাকমীর চৌধুরী, হাফেজ মনওয়ার আহমদ সিদ্দিক, হাফেজ ইয়াকুব খান, হাফেজ শিহাব চৌধুরী, হাফেজ মায়ান চৌধুরী, হাফেজ আহমদ চৌধুরী, হাফেজ আহমদ মোহাম্মদ সাইদ চৌধুরী, হাফেজ মুসা চৌধুরী, হাফেজ আমিন উদ্দীন, হাফেজ ওবায়দুল্লাহ জয়নুল, মহিলা হাফেজ সুমাইয়া আব্দুল্লাহ।

দারুস সুন্নাহ লতিফিয়া ওজনপার্ক শাখা তাদের সামার প্রোগ্রাম শেষ করে সারা বছর হাফেজ ও আলেম ফুল টাইম কোর্স রয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক-মহিলা শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান করা হয়। শুধু তাই নয়, আফটার স্কুল কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রোগ্রাম করেছে। এ প্রোগ্রামের মধ্যেই রয়েছে ফুল টাইম-সকাল ৯টা থেকে বিকাল ৩টা। শনি ও রোববার সকাল ১০টা থেকে ২টা, আফটার স্কুল প্রোগ্রাম-বিকাল ৫টা থেকে রাত ৯টা। এ প্রোগ্রামের স্থান ওজনপার্ক ফুলতলী মসজিদ ৮৪ ০৫ ১০১ অ্যাভিনিউ। এ প্রসঙ্গে একটি কথা প্রণিধানযোগ্য ওজনপার্ক ফুলতলী জামে মসজিদে দারুস সুন্নাহ লতিফিয়া সেন্টার করার জন্য সেক্রেটারি জামাল হোসেনের অবদান অপরীমেয়। সে সঙ্গে মসজিদের পরিচালনা কমিটির সভাপতিসহ সবার সহযোগিতা ছিল অপরিসীম।

শেয়ার করুন