৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৫:১৯ অপরাহ্ন


চীন-বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে ভালো সময় পার করছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
চীন-বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে ভালো সময় পার করছে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানের নেতৃবৃন্দ


এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই -এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। চীন বাংলাদেশ সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো সময় পার করছে।

গত ১৪ এপ্রিল সোমবার এফবিসিসিআইএ’র সভাকক্ষে চীনের দুইটি কোম্পানির সাথে বাংলাদেশের দুইটি কোম্পানির বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে জানানো হয় যে, ইউনান পিংউই সোলার কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ইয়াং বাংলা ম্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে বাংলাদেশে সোলার ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করবে। এ প্রকল্পে চীনা বিনিয়োগ কারীরা প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া যৌথ উদ্যোগে কালি উৎপাদন শিল্প স্থাপনের জন্য সিনোগ্লোবাল কর্পোরেশন ও সাংহাই এক্সইউএন কোঃ লিমিটেড এর মধ্যে বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমদানি বিকল্প কালিন উৎপাদন প্রকল্প স্থাপনে প্রায় ৫ মিলিয়ন ডলার খরচ হবে। 

সভায় চীনের সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিগণ মি. এক্সইউ ওয়াং, মি. লীন জিন শীন, মিঃ ফান জং, মিঃ হ সহ অন্যান্য চায়নীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশী উদ্যোক্তাদের মধ্যে আতিকুর রহমান, আবুল কালাম আজাদ উপস্থিতি ছিলেন। বিনিয়োগ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএ’র সম্মানিত প্রশাসক হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এ’র মহাসচিব মোঃ আলমগীর হোসেন, সাবেক পরিচালক ও এফবিসিসিআইএ’র সহায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দীন চৌধুরী খোকন, এমএসসি শিপিং লাইন্সের কান্ট্রি হেড ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ।

সভায় সকল আলোচক চীনের বিনিয়োগ কারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ধন্যবাদ জানান এবং চীন বাংলাদেশ সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো সময় পার করছে। পাশাপাশি বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের সুবিধার্থে বিভিন্ন নীতি সহায়তা ও উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করুন