০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মতবিনিময় সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা


গত ২১ এপ্রিল সোমবার বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা ভবিষ্যতে নিজেদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়নে বছরে অন্তত একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করা যায় কি সে লক্ষ্যে জ‍্যামাইকার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ডাঃ ওয়াদুদ ভূঁইয়া এবং পরিচালনা করেন বাবুল চৌধুরী ও মোহাম্মদ জামান তপন।

সভার শুরুতে সূচনা বক্তব্য দেন ডাঃ ওয়াদুদ ভূঁইয়া। সভায় উপস্থিত সকল সাবেক কর্মকর্তা নিজেদের পরিচয় এবং কে কত সালে কোন পদে দায়িত্ব পালন করেন তা তুলে ধরেন। সভায় ১৯৭৫ সালে বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্য দিয়ে প্রায় অর্ধশত সাবেক কর্মকর্তার উপস্থিতিতে যেন ছোটখাটো মিলন মেলায় পরিণত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামীতে স্বপরিবারে অন্তত একটি মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আহ্বায়ক কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্তের পর কমিটিতে আহ্বায়ক হিসেবে ডাঃ ওয়াদুদ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব মিয়া, সদস্য সচিব বাবুল চৌধুরী, সমন্বয়ক মোহাম্মদ জামান তপন, কোষাধ্যক্ষ নুরল হক, সদস্য মাহমুদ চৌধুরী, একেএম ফজলে রাব্বী, ফখরুল আলমসহ অনেকের নাম প্রস্তাব দেয়া হয়। সভাপতি ডাঃ ওয়াদুদ ভূঁইয়া সকল নাম লিপিবদ্ধ করেন। পরবর্তীতে কারা কমিটিতে থাকবেন বা থাকবেন না এবং বিশেষ কারণে যারা উপস্থিত হতে পারেননি সবাইর সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় এমন একটি সুন্দর আয়োজনের জন‍্য উদ্যোক্তা মাহমুদ চৌধুরী, একেএম ফজলে রাব্বী, মোহাম্মদ জামান তপন ও বাবুল চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন আক্তার হোসেন, আব্দুর রব মিয়া, সউদ আহমেদ চৌধুরী, ফার্মাসিস্ট নুরুল হক, সালামত উল্লাহ, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, রুহুল আমিন ছিদ্দিকী, নজরুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, গিয়াস আহমেদ, খন্দকার ফরহাদ, কিউ জামান, শেখ সিরাজ, জাহিদ খান অরুন, ওয়াসি চৌধুরী, মনিরুল ইসলাম, আজহার হোসেন, নিশান রহিম, সাইফুল ইসলাম, নুরুল হক, বেলাল মাহমুদ, কাজী আজম, ফারুক হোসেন মজুমদার, এস কে জামান, আমিনুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন, সানি মোল্লা, ওসমান চৌধুরী, নওশাদ হোসেন, ফারুক চৌধুরী, খান শওকত, ফারহানা, মাঈনুল উদ্দিন মাহবুব, জুয়েল চৌধুরী, সাইফুল্লাহ ভূঁইয়া, সরোয়ার খান বাবু, মোহাম্মদ হায়দার, আলাউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন