১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৫৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


উৎসব-আনন্দের মধ্য দিয়ে ফ্রান্সে ঈদুল আযহা উদযাপিত
প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৫
উৎসব-আনন্দের মধ্য দিয়ে ফ্রান্সে ঈদুল আযহা উদযাপিত


সকালে ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে  দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। এবারে ঈদ কর্মদিবসে  হওয়ায় ঈদ জামায়াতে লক্ষনীয় ভিড় দেখা যায়ানি।

ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ছয়টায়। সেখানে পরপর ৫টি জামায়াত অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশী অনেক ভাই শেষ জামায়াত পায়নি তাদের অনুরোধে আর একটি জামায়াত অনুষ্ঠিত হয়। এ ৬ টি জামায়াতে হাজার হাজার মুসল্লীদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয় । এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি, সহকারী মেয়র আব্দুল হক। মসজিদ সভাপতি সিরাজুল ইসিলাম সালা্উদ্দিনের দক্ষ পরিচালনায় এছাড়া মসজিদে নামাজ আদায় করেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, গোলাম ফারুক ভূঁইয়া, বিএনপি নেতা এমএ তাহেরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক, সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশী পরিচালিত অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামায়াত অনুষ্ঠিত হয় । সেখানেও নামাজ আদায় কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি । একই এলাকায় প্রবাসী বাংলাদেশীদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এছাড়াও ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশী পরিচালিত একটি জিমনেসিয়ামে দুইটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাহিরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করেন 

শেয়ার করুন