সকালে ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। এবারে ঈদ কর্মদিবসে হওয়ায় ঈদ জামায়াতে লক্ষনীয় ভিড় দেখা যায়ানি।
ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ছয়টায়। সেখানে পরপর ৫টি জামায়াত অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশী অনেক ভাই শেষ জামায়াত পায়নি তাদের অনুরোধে আর একটি জামায়াত অনুষ্ঠিত হয়। এ ৬ টি জামায়াতে হাজার হাজার মুসল্লীদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয় । এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি, সহকারী মেয়র আব্দুল হক। মসজিদ সভাপতি সিরাজুল ইসিলাম সালা্উদ্দিনের দক্ষ পরিচালনায় এছাড়া মসজিদে নামাজ আদায় করেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, গোলাম ফারুক ভূঁইয়া, বিএনপি নেতা এমএ তাহেরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক, সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশী পরিচালিত অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামায়াত অনুষ্ঠিত হয় । সেখানেও নামাজ আদায় কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি । একই এলাকায় প্রবাসী বাংলাদেশীদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
এছাড়াও ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশী পরিচালিত একটি জিমনেসিয়ামে দুইটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাহিরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করেন