৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৭:০৩ অপরাহ্ন


নিউইয়র্ক স্টেট বিএনপির সমাবেশে ড. জিয়াউদ্দিন
হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলেছে বক্তব্য রাখছেন ড. জিয়াউদ্দিন হায়দার


ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর আমাদের সামনে দেশ গড়ার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ২০ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দীন হায়দার এসব কথা বলেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি, নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের প্রেসিডেন্ট ডা. আব্দুস সবুর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার প্রবাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি প্রবাসীদের আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন এবং রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এবার যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সেহেতু সেখানে প্রবাসীদেরও অংশগ্রহণের সুযোগ আছে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর আমাদের সামনে দেশ গড়ার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কাজে নতুন প্রজন্ম এবং মহিলাদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, এবার বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য ডিজিটাল কার্ড করা হবে। যে কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। তাছাড়া সারা দেশে প্রাইমারি চিকিৎসাকেন্দ্র করা হবে। সেই সঙ্গে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে কারিগরি শিক্ষা দেওয়া হবে। যাতে করে বিদেশে গিয়ে যাকে কারো কাজ করতে অসুবিধা না হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মার্কিন প্রবাসীদের ভূমিকা খাটো করে দেখার অবকাশ নেই। সে আলোকে আমরা আশা করছি সামনের নির্বাচনে ত্যাগের পরীক্ষায় উত্তর্ঢু প্রবাসী নেতৃবৃন্দকেও বিএনপি মনোনয়ন প্রদানে কার্পণ্য করবে না।

স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি বলেছেন, প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা আজ ঐক্যবদ্ধ এবং বিএনপির সব কর্মসূচি যথাযথভাবে পালনে বদ্ধপরিকর।

যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন-নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, হুমায়ুন কবীর, সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, নীরা রাব্বানী, কুমিল্লা সোসাইটির সভাপতি ও বিএনপি নেতা কাজী আসাদ উল্যাহ।

বক্তব্য রাখেন-যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা ডাক্তার এম এ সবুর, বিএনপি নেতা তাজুল ইসলাম, এ আর মাহবুবুল আলম, আলমগীর, নাসির, মনির হোসেন, জিয়াউল হক জিয়া, জাফর তালুকদার, জিনাত রেহেনা রিনা, ভিপি আলমগীর, রুবি চৌধুরী, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, সাহজাহান সিরাজ, শওকত আলী, খোকন, নাজমূল হক, হাসান আলী ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন