১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৭:০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নবনির্বাচিত কমিটির অভিষেক
শেখ শফিকুর রহমান
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নবনির্বাচিত কমিটির অভিষেক নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনকের নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত। গত ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজার গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেকের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সামাদ মিয়া জাকেরিন। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট-৩৪ স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার শামীম মিয়া, নির্বাচন কমিশনার আবু কাউছার চিশতী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের (একাংশের) সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক সভাপতি আব্দুস শহীদ, সাবেক সভাপতি নুরুল ইয়াহিয়া, সাবেক সভাপতি শাহেদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্ট বোর্ডের সদস্য জুনেদ চৌধুরী, মদিনা মসজিদের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্ট (একাংশের) বোর্ডের সদস্য ছদরুন নুর, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, উপদেষ্টা আলমাছ আলী, উপদেষ্টা হাসান আলী, উপদেষ্টা এ রব দলা মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি (একাংশের) লোকমান হোসেন লুকু, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাউছারুজ্জামান কয়েস।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান আনসারী ও গীতা পাঠ করেন বিজয় কুমার সাহা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহেদ আহমদ ও সুরজিত কিশোর দাস চৌধুরী। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ-সভাপতি মোস্তাকুর রহমান লিটন, সহ-সভাপতি কাজী রবিউজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সোহেল, সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিত কিশোর দাস চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিথুন আর দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সফিকুর রহমান, সদস্য সচিব নাজমুল ইসলাম রাসেল, আপ্যায়ন সম্পাদক গুলজার হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক জুলি রহমান, কার্যকরি সদস্য মোহাম্মদ বিলাল ইসলাম, কার্যকরি সদস্য আশফাকুল হক চৌধুরী, কার্যকরি সদস্য বিজয় কৃষ্ণ সাহা, কার্যকরি সদস্য কাজিরুল ইসলাম শিপন, কার্যকরি সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম, কার্যকরি সদস্য মহিবুল হক, কার্যকরি সদস্য চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম, কার্যকরি সদস্য ফকরুল ইসলাম চৌধুরী।

শপথ গ্রহণের পর দ্বিতীয় পর্বে বিদায়ী সভাপতি সামাদ মিয়া জাকির নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ কে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া লাকি। সহ-সভাপতি কাজী রবিউজ্জামান অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সব অতিথিকে পরিচয় করিয়ে দেন।

বক্তব্য রাখেন সিপিএ জাকির হোসেন চৌধুরী, সালাহউদ্দিন, হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন, মেহের চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক অপু, কমিউনিটি লিডার বিলাল ইসলাম প্রমুখ। 

ব্রঙ্কসের তিন দশক প্রাচীন সংগঠনের জাঁকজমক অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমাজের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমি আশা করবো নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মলিত প্রচেষ্টায় বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক সংগঠনটি একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অভিষেক অনুষ্ঠানের সবশেষে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশিষ্ট সংগীতশিল্পী কৃষ্ণা তিথির সংগীত পরিবেশনা ও মিথন দেবের নির্দেশনায় বিশেষ নৃত্যের আয়োজন।

শেয়ার করুন