ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যাত্রীদের টিএসএ (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার সময় আর জুতা খুলতে হবে না। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, এ নতুন নীতিটি দেশের বিমানবন্দরে যাত্রীদের অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জুতা খোলার বাধ্যবাধকতা বাতিল করা আমাদের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণের অংশ। এতে টিএসএ চেকপয়েন্টে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং যাত্রীদের জন্য একটি আনন্দদায়ক ও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত হবে। তবে এ সুবিধা চালু হলেও টিএসএর অন্যান্য নিরাপত্তা প্রক্রিয়া যথারীতি বহাল থাকবে। এর মধ্যে রয়েছে যাত্রীর পরিচয় যাচাই, সিকিউর ফ্লাইট যাচাই প্রক্রিয়া এবং অন্যান্য নিরাপত্তা স্তর।
ট্রাম্প প্রশাসনের অধীনে ডিএইচএস যে কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছে, এটি তারই একটি অংশ। এর আগে জুলাই মাসে টিএসএ ‘সম্মানের সঙ্গে সেবা, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ’ নামে একটি কর্মসূচি চালু কওে, যা সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জন্য টিএসএপ্রি-চেক কর্মসূচিতে ছাড় এবং নির্ধারিত বিমানবন্দরে দ্রুত প্রবেশের সুবিধা প্রদান করে। গত মে মাসে টিএসএ রিয়েল আইডি কার্যক্রম বাস্তবায়ন শুরু করে। এখন পর্যন্ত ৯৪ শতাংশ যাত্রী এই ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছেন, ফলে নিরাপত্তা প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকর হয়েছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোম বলেন, এ পদক্ষেপ মার্কিন ভ্রমণের এক নতুন স্বর্ণযুগের পথ প্রশস্ত করবে বলে আমরা বিশ্বাস করি।তিনি জানান, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এখন থেকে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে নিয়মিত টিএসএ নিরাপত্তা চেকের সময় যাত্রীদের জুতা খুলতে হবে না। নোম আরো বলেন, আমাদের নিরাপত্তা প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। টিএসএর নিরাপত্তাব্যবস্থা এখন বহুস্তরবিশিষ্ট এবং সরকার পর্যায়ে সমন্বিত। ফলে আগের মতো জুতা খোলার প্রয়োজন নেই। যদিও টিএসএপ্রি-চেকের আওতাভুক্ত যাত্রীরা আগে থেকেই জুতা না খুলেই নিরাপত্তা চেক অতিক্রম করতে পারতেন, এবার এ সুবিধা সব যাত্রীর জন্য উন্মুক্ত করা হয়েছে। টিএসএপ্রি-চেকের জন্য যাত্রীদের আলাদা আবেদন ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে এখনো কিছু নিয়ম বহাল রয়েছে যেমন-বেল্ট, কোট, ল্যাপটপ বা তরলজাত দ্রব্য ব্যাগ থেকে বের করে চেক করাতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ নিয়মগুলোও পর্যালোচনার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, টিএসএ ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে বিমানবন্দরে যাত্রীদের চেক পয়েন্টে জুতা খোলার নিয়ম চালু করে। এর পেছনে কারণ ছিল ২০০১ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া ‘শু বোম্বার’ রিচার্ড রেইডের ঘটনা। তিনি একটি জুতার ভেতর বিস্ফোরক লুকিয়ে প্যারিস থেকে মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিস্ফোরণের চেষ্টা চালান। যাত্রীদের সহায়তায় সে হামলা ব্যর্থ হয় এবং বিমানটি নিরাপদে বোস্টনে অবতরণ করে। এ ঘটনার পর থেকেই নিরাপত্তার স্বার্থে যাত্রীদের জুতা খুলে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়। টিএসএ এবং ডিএইচএস জানিয়েছে, তারা সবসময় যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং নিরাপত্তা আরো জোরদার করতে নতুন ও উদ্ভাবনী পদক্ষেপ খুঁজে চলেছে।