৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৫:৫৩ অপরাহ্ন


পেন্টাগনের নির্দেশে অস্থায়ী ইমিগ্রেশন বিচারক হিসেবে নিযুক্ত হবেন ৬০০ সামরিক আইনজীবী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
পেন্টাগনের নির্দেশে অস্থায়ী ইমিগ্রেশন বিচারক হিসেবে নিযুক্ত হবেন ৬০০ সামরিক আইনজীবী ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ


অভিবাসন মামলার বিশাল জট কমাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) থেকে ৬০০ জন পর্যন্ত সামরিক আইনজীবীকে অস্থায়ী অভিবাসন বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। গত ২৭ আগস্টের একটি স্মারক অনুযায়ী, এই আইনজীবীরা দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে। প্রথম ধাপে ১৫০ জন আইনজীবী সামরিক ও বেসামরিক উভয় মার্কিন বিচার বিভাগে পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রাথমিক তালিকা তৈরি করতে বলা হয়েছে।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং দেশজুড়ে গ্রেফতার ও নির্বাসনের হার বাড়ছে। বর্তমানে মার্কিন অভিবাসন আদালতগুলোতে প্রায় ৩.৫ মিলিয়ন মামলা জটিলতার মধ্যে রয়েছে। ইমিগ্রেশন বিচারকদের সংখ্যা ক্রমেই কমছে। বিচারকদের সংগঠন জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত অবসর গ্রহণ সুবিধা নেওয়ার পর অথবা অকারণেই ১০০ জনের বেশি বিচারককে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। শুধু জুলাই মাসেই অন্তত ১৭ জন বিচারককে ‘কারণ ছাড়াই’ বরখাস্ত করা হয়।

বর্তমানে বিচারকের সংখ্যা প্রায় ৬০০ জন। নতুন এই পদক্ষেপে সামরিক আইনজীবীরা যুক্ত হওয়ায় সংখ্যাটি দ্বিগুণ হয়ে যাবে। পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিচার বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়া হয়েছে। সামরিক আইনজীবীদের কার্যকাল ১৭৯ দিনের বেশি হবে না, তবে প্রয়োজনে তা নবায়নযোগ্য। যদিও ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, হোয়াইট হাউস জানিয়েছে যে তারা অভিবাসন মামলার জট নিরসনে বহুমুখী পদক্ষেপ বিবেচনা করছে, যার মধ্যে নতুন বিচারক নিয়োগ অন্যতম।

পেন্টাগন স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর এই পদক্ষেপ পস কমিটেটাস অ্যাক্ট লঙ্ঘন করবে না। যে আইন অনুযায়ী সেনাবাহিনীকে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা নিষিদ্ধ। পেন্টাগন নিশ্চিত করবে, এই আইনের আওতার বাইরে কোনো কর্মকাণ্ড যেন না ঘটে। তবে সাম্প্রতিক এক আদালতের রায়ে জানানো হয়েছে, জুন মাসে লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রশাসন ইচ্ছাকৃতভাবে ফেডারেল আইন লঙ্ঘন করেছে।

অভিবাসন মামলার বিচার প্রক্রিয়া অনেক সময় বছরের পর বছর লেগে যায়। বিচারক ও আইনজীবীরা অনেক সময় এক বছরেরও বেশি পরে শুনানির তারিখ নির্ধারণ করে থাকেন। এই প্রেক্ষাপটে সামরিক আইনজীবীদের অভিবাসন আদালতে অস্থায়ীভাবে যুক্ত করা এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের আইনি ও নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন