২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১০:৪৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না শ্রীলংকা
সালেক সুফী, অস্ট্রেলিয়া থেকে
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২২
আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না শ্রীলংকা আইরিশদের বিপক্ষে সহজ জয় নিয়ে হাসি মুখে ফিরছে লঙ্কান ক্রিকেটার/ছবি সংগৃহীত


শ্রীলংকা: ১৩১/১ ,১৫ ওভার ( কুশল মেন্ডিস ৬৮* , চারিথ আসালংকা ৩১* , ধনঞ্জয়া ডি সিলভা ৩১) 

আয়ারল্যান্ড: ১২৮/৮ ( হ্যারি টেকটর ৪৫,পল স্টার্লিং ৩৪, মহেশ থাকসেনা ২/১৯, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২/২৫) 

ফল: শ্রীলংকা ৯ উইকেটে জয়ী।

গ্রুপ অফ ডেথে কোয়ালিফাই করে আসা শ্রীলংকা আজ আয়ারল্যান্ডকে পাত্তাই দিলো না। ৯ উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত করে জানান দিলো এশিয়া কাপে শিরোপা জয় কোনো অঘটন ছিল না। গ্রুপ পর্যায়ে নামিবিয়ার কাছে হেরে যাওয়াটাই ছিল দুর্ঘটনা। মনে হচ্ছে শ্রীলংকা মোমেন্টাম খুঁজে পেয়েছে। গ্রুপের বড় দল গুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকেও বেগ পেতে হবে ওদের স্পিনারদের মোকাবিলা করতে। 

আজ তাসমানিয়া রাজ্যের হোবার্টে মেঘে ঢাকা মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং করে প্রথম ১০ ওভারেই ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। শ্রীলংকার তুখোড় স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা স্বস্তিতে খেলার সুযোগ পায়নি। থাকসিনা ,হাসারাঙ্গাকে আক্রমণ করার মতো কৌশল আর দক্ষতা ছিল না ওদের। আর তাই দলের স্কোর ছিল মামুলি ১২৮/৮।  টেকটর ৪৫ ও পল ষ্ট্রার্লিং করেছিলেন ৩৪। ম্যাচে আইরিশদের বিপক্ষে যেভাবে উইকেটের পেস আর বাউন্সের সাথে সামঞ্জস্য রেখে শ্রীলংকান স্পিনার্সরা বোলিং করেছে ওদের মোকাবিলা করতে বেগ দিতে হবে বড় দলগুলোর।

কাল যেভাবে আফগানিস্তান ইংল্যান্ড দলকে প্রতিটি রানের জন্য সংগ্রাম করেছিল আজ কিন্তু তার ছিটেফোঁটাও করতে পারে নি আয়ারল্যান্ড। কুশল মেন্ডিস ( ৪৩ বলে ৫ চার আর ৩ ছয়ে অপরাজিত ৬৮) আর আসালংকা ( ২২ বলে অপরাজিত ৩১ রান) বাধা বিঘ্নহীন খেলে ৫ ওভার বাকি রেখেই ৯ উইকেটে জয় নিশ্চিত করে. বলা যায় পাত্তাই পেলো না আইসিসি পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড। 


শেয়ার করুন