২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:৫৩:২৯ পূর্বাহ্ন


তারেক রহমানের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র বিএনপির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২২
তারেক রহমানের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র বিএনপির তারেক রহমানের জন্মদিনে কেক কাটার দৃশ্য


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের ৫৮তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন। গত শনিবার রাত ১২টা ১ মিনিটের সময় জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে বিশাল কেক কাটা হয়। কেক কাটার পূর্বে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং সম্প্রতি আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভুইয়া, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম ভুইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, বিএনপি আব্দুস সবুর, ফিরোজ আহমেদ, কাজী শাখাওয়াত হোসেন আজম, মাকসুদুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুবদল নেতা আবুল কাশেম, পারভেজ সাজ্জাদ, আশরাফুজ্জামান, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, মইজ উদ্দিন, সুলতান আহমেদ ভুইয়া, মোস্তার খন্দকার, আবুল কালাম, ফরিদ খন্দকার, শাখাওয়াত উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, নূরে আলম, শরিফ লস্কর, মোহাম্মদ সিরাউদ্দৌলাহ সোহাগ, আতিকুল হক আহাদ, মাঞ্জর মোর্শেদ, মিজানুর রহমান, সাইফুর খান হারুন, মোহাম্মদ শিকদার, খলকুর রহমান, হুমায়ুন আহমেদ, জহিরুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম স্বপন, এ জেড জাহাঙ্গীর আলম, রিয়াজুর রহমান, মোহাম্মদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বেবী নাজনীন তারেক রহমানের জন্মদিনে একটি গান রচনা করেন এবং সেটি সবাইকে গেয়ে শুনান।

জিল্লুর রহমান জিল্লু বলেন, আমাদের একমাত্র টার্গেট হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে বীরের বেশে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেয়া।

গিয়াস আহমেদ বলেন, হাসিনার পতন অনিবার্য। আমরা আন্দোলনের মাধ্যমে এরশাদ এবং ১/১১-এর সরকারের পতন ঘটিয়েছি। শেখ হাসিনারও পতন ঘটবো। তিনি বলেন, শেখ হাসিনার পতন ঘটিয়েই আমরা দেশ এবং বাংলাদেশের মানুষকে বাঁচাবো।

মিজানুর রহমান মিল্টন ভুইয়া বলেন, হামলা, মামলা দিয়ে আর রক্ষা পাবে না, শেখ হাসিনা। কারণ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে।

শেয়ার করুন