৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৯:৩৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


ভয়ভীতি দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না- আসম আবদুর রব
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৩
ভয়ভীতি দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না- আসম আবদুর রব


ভয়ভীতিতে আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার পদত্যাগের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণমিছিলপূর্ব সমাবেশে মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আবদুর রব এই হুশিয়ারি দেন।

তিনি বলেন, ‘‘ সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা নীতি নৈতিকতা, কূটনৈতিক শিষ্ঠাচার ভুলে গেছেন। তাদের এরকম কর্মের জন্যে আগামী এক মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে। গণঅভ্যুথান শুরু হয়ে গেছে। আমি বলে দিতে চাই, ভয়ভীতি দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। এই সরকারের মরা লাশ দাফন করতে হবে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেব।’’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘ পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে অনুরোধ করেছে আরেকবার যেনো সরকারকে ক্ষমতায় রাখেন। কিন্তু ভারত বলে দিয়েছে আমরা এইবার বাংলাদেশের নির্বাচনে কোন হস্তক্ষেপ করবো না।এর আগে তিন বামপন্থী নেতা চীনে গিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসানোর অনুরোধ জানিয়েছে।”

 

‘‘ দুনিয়ার কাছে ভিক্ষা করে বেড়াও তোমরা, আর আমাদের কথা বলো। আমরা তো রাজপথে আছি। সারা ঢাকায় মিছিল করবো। মিছিলে মিছিলে আন্দোলনে আন্দোলনে স্লোগানে স্লোগানে তোমাদের পতনে বাধ্য করবো। তোমাদের ক্ষমতা ছাড়তে হবে।”

 

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘ গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না। আপনি যত বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকতে যাবেন ততবেশি বৈদেশিক হস্তক্ষেপের আশংকা বাড়ছে, চক্রান্ত-ষড়যন্ত্রের জায়গাটা বাড়ছে।”

 

‘ আমরা ভোটের অধিকার চাই, বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। হাজার হাজার কোটি কোটি মানুষ দাবি করছে, এটা কোন ষড়যন্ত্র চক্রান্ত নয়।”

 

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্র্রমূখ বক্তব্য রাখেন।

 

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিলটি কাকরাইলের মোড়ে গিয়ে শেষ হয়।

 



শেয়ার করুন