২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৮:০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


নৌকায় ওঠা অন্য এক শাহজাহান ওমর
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
নৌকায় ওঠা অন্য এক শাহজাহান ওমর জনসভায় অস্ত্র হাতে শাহজাহান ওমরের সমর্থক


এক মাসেই বদলে গেছেন শাহজাহান ওমর। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাংবাদিকদের সঙ্গে রুঢ় ব্যবহার করার কোনো নজির নেই যার, সেই শাহজাহান ওমর দেখিয়েছেন ভিন্ন এক রূপ। বর্ষিয়ান এ রাজনীতিবিদ গত ৫ ডিসেম্বর মঙ্গলবার সিইসি’র সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ব্যবহার করেন সাংবাদিকদের সঙ্গে। এমনকি ক্যামেরাও থাবা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। ছবি তুলতে দিতে অস্বীকৃতির পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসৌজন্য আচরন বিস্ময়ের সৃষ্টি করেছে। 

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেফতার করেছে পুলিশ ৪ নভেম্বর রাতে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর ঠিক এক মাসের মাথায় নানা নাটকীয়তায় জড়িয়ে যান বর্ষিয়ান এ রাজনীতিবিদ। হঠাৎ করে তার জামিন ও নিজ এলাকা ঝালকাঠি-১ থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন এ সিনিয়র নেতা। এরপর যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় ভোটের রাজনীতিতে পুরাপুরি। 

এরই মধ্যে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে অচরণবিধি লংঘনের নোটিশ পান। সে সুবাদেই তিনি আগভাগে গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করতে। মঙ্গলবার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সাক্ষাতের পর যখন বেড়িয়ে আসছিলেন, তখন উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন নির্বাচন ভবনে এসেছেন তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি মেজাজ হারিয়ে বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে?’ এরপর আবার স্বর নিচু করে বলেন, ‘আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’ 

এ সময় কয়েকজন সাংবাদিক এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলেও রেগে যান বর্ষীয়ান এই নেতা। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারতেও উদ্যত হন তিনি। ‘ইসিতে কেন এসেছেন’ ওই প্রশ্নের জবাবে পরে তিনি বলেন, ‘পেপারে দেখে নিয়েন।’

প্রশ্ন ছিল- আপনি আইন ভঙ্গ করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের উল্টা হুমকির সুরে বলেন, ‘আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভঙ্গ করেছি?’ 

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু তাকে শোকজ করেন।

শোকজ লেটারে জানানো হয়, আপনি (শাহজাহান ওমর) নির্বাচনি এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল।

তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সেই মর্মে আগামী (৬ ডিসেম্বর) বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আগাম সাক্ষাৎ করতে একটু আগে ভাগেই ইসিতে এসেছেন শাহজাহান ওমর। 

উল্লেখ্য, ৫ নভেম্বর তাকে আদালতে হাজির করার মুহূর্তে তিনি বলেছিলেন, আমার বয়স ৭৪ বছর। আমার ছেলের সমান বয়সের ছেলেরা আমাকে রিমান্ডে নিয়ে হেনস্তা করতে চায়। এর আগে বিএনপির এক অনুষ্ঠানে (৭ ডিসেম্বর ২০২১) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘পাগল ছাগলদের ধরে এনে আপনি এমপি মন্ত্রী বানিয়েছেন।’

শেয়ার করুন