২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৫:৩০:৫৪ পূর্বাহ্ন


মাধুবীলতা
মোহাম্মদ আল-আমিন
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
মাধুবীলতা


অযাচিত পরন্ত বিকেলে যদি,

কাকতালীয় শুভ ক্ষণের মুহূর্তে 

হারিয়ে যাই নিজের অজান্তেই 

তাহার অপলক দৃষ্টিতে চেয়ে ! 


বসন্তের প্রথম প্রহোরে যদি 

হিমেল হাওয়ায় দুলে কালো-কেশ 

হিয়ার সুন্দর মাধুর্য মিশিয়ে

চলিছে অবলীলায় মাধবীলতা!


মনে পরিলে আমায় ডাকিয়া নিও,

তোমার নিশ্বঃসঙ্গ একা প্রহোরে

ভালোবাসায় আগলে নিও আমায় 

মনের অট্টালিকায় যতন করে !  


প্রিয় তুমি মোর লেখা সেই কবিতা, 

ডায়রির পাতায় আঁকা মাধুবীলতা

মিশ্রিত হবো আলোহীন সন্ধ্যায় 

পৃথিবী আঁধার ঘনো কল্পনায় !


তুমি বরং শংঙ্খচিল হয়ে এসো 

শান্ত বিকেল হয়ে হলুদ রৌদ্রে

বর্ণীল কারুকার্যে রাঙাবো তোমায়

ফুলের সুভাষিত বরণ ডালায় !


হবে কি দেখা কোন ভঁরা পূর্ণিমায় 

ব্রিজের নিকট দাঁড়িয়ে সন্ধ্যায়,

তাকিয়ে দেখবো মনো মুগ্ধতায়

তোমার বদন যেনো পূর্ণিমা চাঁদ!  


পৃথিবীতে সবচেয়ে নির্মম কষ্ট

কারো সঙ্গে একটু কথা বলা তৃষ্ণা, রক্তের শিরায় মিশে গিয়েছো তুমি

মৃত্যু ব্যাথিত ভুলা যাবেনা তোমায়!


শেয়ার করুন