২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৪:০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :


পদ্মা সেতুতে জ্বললো সব বাতি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
পদ্মা সেতুতে জ্বললো সব বাতি


শুরুটা ছিল স্টেপ বাই স্টেপ। এবার এক সঙ্গেই পুরা সেতুর আলো জ্বালিয়ে দেয়া হলো পদ্মা সেতুর। মঙ্গলবার সন্ধ্যায় এক সঙ্গে ৪১৫টি ল্যাম্পপোষ্টের আলো জ্বালিয়ে দেখা হয়। অবশ্য এখণ থেকে প্রতিদিনই এমনটা চলবে বলে জানা গেছে। কারন উদ্ধোধনের আগে এগুলো ঠিকঠাক কাজ করছে কি-না বা কোনো দ্রুটি রয়েছে কি-না সেটাও পর্যবেক্ষনের প্রয়োজন। সেতুর সব আলো জ্বালানোর ফলে প্রমত্তা পদ্মার বুক চিড়ে যেন আলোঝলমলে হয়ে ওঠে সেতু। প্রায় সাতটার দিকে আলো জ্বালানো হয়।

জানা গেছে প্রতিটি ল্যাম্পপোষ্ট ২০০ কিলোমিটার বেগে বাতাস মোকাবেলা করে দাড়িয়ে থাকতে সক্ষম। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, আগের দিন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া প্রান্তের ল্যাম্পপোস্টে ২০৭টি বাতি জ্বালানো হয়েছিল। মঙ্গলবার পুরো সেতুতে সব তথা একসঙ্গে ৪১৫টি ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয় এই প্রথম। 

একই সঙ্গে পদ্মা সেতুর সড়ক পথের লেন ম্যাপিংয়ের কাজও পুরাদমে এগিয়ে চলছে। তবে সব কাজই ১৫ জুনের মধ্যে সম্পন্ন করার প্লান। 


শেয়ার করুন