২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৯:৪২:২৯ পূর্বাহ্ন


উত্তেজনাপূর্ন ম্যাচে নিউজিল্যান্ড পরাস্ত
কাতার বিশ্বকাপের ৩২তম দল কোস্টারিকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কাতার বিশ্বকাপের ৩২তম দল কোস্টারিকা কোষ্টারিকার বিজয়ের উল্লাসে জোয়েল ক্যাম্পবেলও (১২ নাম্বার জার্সীধারী)। ফিফা বিশ্বকাপে শেষ দল হিসেবে বিশ্বকাপ কোয়ালিফাইং শেষ করেছে/ছবি সংগৃহীত


ফিফা ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে কাতারের টিকেট কর্নফার্ম করলো উত্তর আমেরিকার দল কোষ্টারিকা। প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডকে পরাস্ত করে ওই যোগ্যতা অর্জন করে তারা। এর ফলে চূড়ান্ত হলো কাতার বিশ্বকাপ মূলপর্বের ৩২ দল। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।

গতরাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে আন্তমহাদেশীয় প্লে অফে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় কোস্টারিকা। 


কাতার বিশ্বকাপের গ্রুপিং 

ম্যাচের ৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় কোস্টারিকা। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তাঁরা বাধা দেওয়ার আগেই জালে পাঠান কোস্টারিকার আক্রমনভাগের জোয়েল ক্যাম্পবেল।

এরপর আক্রমন পাল্টা আক্রমন। উত্তেজনায় ভরপুর ম্যাচে বেশ কিছু ঘটনার পর ওই এক গোলই অক্ষত রাখতে সক্ষম হয় কোষ্টারিকা। নিউজিল্যান্ড একটা গোল দিয়েছিলও। কিন্তু সেটা নতুন প্রযুক্তিতে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি) বাদ হয়ে যায়। 


শেয়ার করুন