০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৫:০৯:৫৮ পূর্বাহ্ন


ফান্ড রেইজিং অনুষ্ঠানে শাহ নেওয়াজ
অগ্রিম ভোট শুরু : সবাইকে ভোট দেয়ার আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
অগ্রিম ভোট শুরু : সবাইকে ভোট দেয়ার আহ্বান বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


গত ১৮ জুন থেকে অগ্রিম ভোট শুরু হয়েছে এবং অগ্রিম ভোট ২৬ জুন পর্যন্ত চলবে। ২৮ জুন চ‚ড়ান্ত ভোটের দিন। ঝামেলা এড়াতে সবার এই সুযোগ গ্রহণ করা উচিত। সবাইকে ভোট দানের আহ্বান জানালে কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ২৪ এ থেকে ডেমোক্রেটিক পার্ট থেকে ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী শাহ নেওয়াজ। গত ১৭ জুন সন্ধ্যায় জ্যামাইকার রিলায়েন্স হোম কেয়ার অফিসে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স আয়োজিত ফান্ড রেইজিং অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের ভোট দেয়ার আহ্বান জানান। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের কর্মকর্তা ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, এ এফ মিসবাউজ্জামান, শিল্পী রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, সাংবাদিক বেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রুম্মন রেজাউল, মোহাম্মদ আব্দুল মান্নান, নওশাদ হায়দার, রিমি, জায়েদ খান প্রমুখ।

শাহ নেওয়াজ এবিবিএকে ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ১৮ জুন থেকে আর্লি ভোট দেয়া হয়েছে। ৯ দিন এই সুযোগ থাকবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে এই ভোট দেয়া যাবে। সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ৬টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হবে। অঅর চ‚ড়ান্ত ভোটের দিন অর্থাত ২৮ জুন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তিনি বলেন, আমাদের এখানে ২১ হাজার ৬০৬টি রেজিস্ট্রর ভোটার রয়েছে। এই বিশাল ভোটার আনাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আপনারা যদি ভোট আনতে না পারেন তাহলে আমাদের কল করুন, আমরাই ভোটারদের গাড়ি করে কেন্দ্রে নিয়ে আসবো। তিনি বলেন, অতীতের রেকর্ড অনুযায়ী এখানে ৫ হাজার ৭শ ভোটের মতো কাস্ট হয়। খুশিল খবর হচ্ছে এই আসনে বাঙালি ভোটের সংখ্যা ৬ হাজারের ওপরে। আর দক্ষিণ এশিয়ানসহ ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ৮শ। কিন্তু জুইসদের ভোটের সংখ্যা মাত্র ৪ হাজার ৮৮। কিন্তু আমরা ৪ হাজার ৮৮ ভোটারের প্রার্থীকে পরাজিত করতে পারি না। কারণ আমরা ভোটকেন্দ্রে যাই না। গত বছর ৬ হাজার বাঙালি ভোটারের মধ্যে মাত্র ৫৫৭ জন ভোটার ভোট দিয়েছেন। তিনি বলেন, আমাদের ভোট দিতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য, নতুন প্রজন্মের জন্য। তিনি ক্ষোভের সাথে ডেভিড উইপ্রিল ঈদ মোবারক, আর সালাম শিখেছেন। এই দুটো শব্দ ব্যবহার করেই তিনি আমাদের মসজিদগুলোতে ঢুকছেন। কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। তিনি তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সাহায্য করছেন, কিন্তু আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তিনি সাহায্য করছেন না। তিনি নির্বাচন নিয়ে বলেন, বর্তমানে আমাদের পক্ষে যে জোয়ার তাতে আমরাই জয়লাভ করবো ইনশাআল্লাহ।

এন মজুমদার বলেন, আমি আমার নির্বাচনী অভিজ্ঞতা থেকে বলছি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে আমার এজেন্ট ছিলো। যে কারণে আমি ভালো করেছি। তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিহিংসার বন্ধ করতে হবে।

ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, আমরা শাহ নেওয়াজের পাশে আছি এবং নির্বাচনের দিন পর্যন্ত তার পাশে থাকবো। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জয় সুনিশ্চিত।

বিলাল চৌধুরী বলেন, শাহ নেওয়াজ কমিউনিটির প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমাদের এখন উচিত তার পাশে দাঁড়ানো এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা।

শেয়ার করুন