২৮ এপ্রিল ২০১২, রবিবার, ১১:৩৮:১৮ অপরাহ্ন


জ্যাকসন হাইটসের পরিস্থিতি
পুলিশ কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
পুলিশ  কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক


বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্যান্য সমস্যা নিয়ে ১১৫ পুলিশ প্রিসেক্টের কর্মকর্তাদের সাথে জ্যাকসন হাইটসের ৭৩ এবং ৭৪ স্ট্রিটের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেবিবিএ’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মানের আয়োজনে মতবিনিময় সভাটি গত ৩০ জুন বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জ্যাকসন হাইটসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্ট্রিট ভেন্ডার এবং ব্যববসায়ীদের অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা পুলিশ অফিসারদের সামনে সমস্যাগুলো তুলে ধরেন। এ ছাড়াও স্ট্রিট ভেন্ডারদের নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রিসেক্টের পক্ষ থেকে ৭৩ এবং ৭৪ স্ট্রিটে ২৪ ঘণ্টার জন্য ২ জন ডিটেকটিভকে দায়িত্ব দেয়া হয়। তারা ২৪ ঘন্টা জ্যাকসন হাইটসে টহল দেবেন এবং তদারকি করবেন। আগামী মাস থেকে আরো ৪ জন পুলিশ অফিসার নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৬ জন পুলিশ অফিসার জ্যাকসন হাইটসে টহল দেবেন। অন্যদিকে স্ট্রিট ভেন্ডারদের বিষয়ে পুলিশ কাগজপত্র চেক করার আশ্বাস প্রদান করে। তবে তাদের উঠিয়ে দেয়ার কোনো অধিকার পুলিশের নেই বলে জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র উপদেষ্টা এবং সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র উপদেষ্টা আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারী, জেবিবিএ’র কোষাধ্যক্ষ সেলিম হারুণ, জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির সভাপতি লিটু চৌধুরী, জেবিবিএ’র সহ-সভাপতি মনসুর চৌধুরী, মোহাম্মদ আরিফ, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শিব দাস, সদস্য সাঈদ নাগ্রা, রাহুল রয় প্রমুখ।


শেয়ার করুন