০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০২:৫১:৫৬ পূর্বাহ্ন


নিউইয়র্কে ১২৬ পাবলিক ও প্রাইভেট কলেজের আবেদন ফি সীমিত সময়ের জন্য মওকুফ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
নিউইয়র্কে ১২৬ পাবলিক ও প্রাইভেট কলেজের আবেদন ফি সীমিত সময়ের জন্য মওকুফ অক্টোবর: নিউইয়র্কে কলেজ আবেদন মাস


নিউইয়র্ক স্টেটের শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ দিয়েছেন স্টেট গভর্নর হচুল। তিনি ৬ অক্টোবর সোমবার ঘোষণা করেছেন, অক্টোবর জুড়ে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক(সানি), সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) এবং প্রায় ৫০টির বেশি প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের অ্যাপ্লিকেশন ফি মওকুফ করবে। এই পদক্ষেপের উদ্দেশ্য শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমানো এবং কলেজে ভর্তি হওয়ার সুযোগ সহজ করা। সাধারণত কলেজে আবেদন ফি ৫০ থেকে ৯০ ডলার পর্যন্ত হয়। ফি মওকুফের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থ সাশ্রয় করতে পারবে এবং শিক্ষার ক্ষেত্রে আরো সমান সুযোগ পাবে। গভর্নর হচুল বলেন, প্রতিটি নিউইয়র্কার শিক্ষার্থীর কলেজে পড়াশোনার সুযোগ থাকা উচিত। আর্থিক বাধা যেন শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যত থেকে আটকাতে না পারে। স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এবং প্রায় ৫০টি প্রাইভেট কলেজে অ্যাপ্লিকেশন ফি মওকুফ করার মাধ্যমে আমরা পরিবারগুলোর অর্থ সাশ্রয় করছি এবং শিক্ষার্থীদের তাদের স্বপ্ন পূরণের পথে এগোতে সাহায্য করছি।

সানি কলেজসমূহের অ্যাপ্লিকেশন ফি মওকুফ:

সানি কলেজসমূহ ২০ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচটি কলেজে বিনামূল্যে আবেদন করার সুযোগ দিচ্ছে। অংশগ্রহণকারী কলেজগুলোর মধ্যে রয়েছে সানি অ্যাডির্যান্ড্যাক, আলবেনি (দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক), আলফ্রেড স্টেট, বিংহামটন, ব্রকপোর্ট, ব্রুম, ইউনিভার্সিটি অ্যাট বাফালো, ক্যান্টন, কোবলসকিল, কায়ুগা কাউন্টি কমিউনিটি কলেজ, ক্লিনটন কমিউনিটি কলেজ, কলাম্বিয়া-গ্রিন কমিউনিটি কলেজ, কর্নিং কমিউনিটি কলেজ, কর্টল্যান্ড, দিল্লি, ডাউনস্টেট হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটি, ডাচেস কমিউনিটি কলেজ, এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি, কলেজ অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রি, এরি কমিউনিটি কলেজ, ফার্মিংডেল স্টেট কলেজ, ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজি, ফিঙ্গার লেকস কমিউনিটি কলেজ, ফ্রেডোনিয়া, ফুলটন-মন্টগোমারি কমিউনিটি কলেজ, জেনিসি কমিউনিটি কলেজ, জেনেসিও, হারকিমার কাউন্টি কমিউনিটি কলেজ, হাডসন ভ্যালি কমিউনিটি কলেজ, জেমস্টাউন কমিউনিটি কলেজ, জেফারসন কমিউনিটি কলেজ, মেরিটাইম কলেজ, মোহক ভ্যালি কমিউনিটি কলেজ, মনরো কমিউনিটি কলেজ, মরিসভিল, ন্যাসাউ কমিউনিটি কলেজ, নিউ পল্টজ, নায়াগারা কাউন্টি কমিউনিটি কলেজ, নর্থ কান্ট্রি কমিউনিটি কলেজ, ওল্ড ওয়েস্টবারি, ওনিয়োটা, ওনোন্ডাগা কমিউনিটি কলেজ, অপটোমেট্রি, অরেঞ্জ কাউন্টি কমিউনিটি কলেজ, অসওয়েগো, প্লাটসবার্গ, পটসডাম, পারচেজ কলেজ, রকল্যান্ড কমিউনিটি কলেজ, শেনেকট্যাডি কাউন্টি কমিউনিটি কলেজ, স্টোনি ব্রুক, সাফলক কাউন্টি কমিউনিটি কলেজ, সুলিভান কাউন্টি কমিউনিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টমকিন্স কর্টল্যান্ড কমিউনিটি কলেজ, আলস্টার, আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটি, এবং ওয়েস্টচেস্টার কমিউনিটি কলেজ।

কিউনি কলেজসমূহের অ্যাপ্লিকেশন ফি মওকুফ

কিউনির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মওকুফের সময়কাল শিক্ষার্থীর অবস্থান অনুযায়ী ভিন্ন। নিউইয়র্ক সিটির পাবলিক হাই স্কুল শিক্ষার্থীদের জন্য ফি মওকুফ হবে ২৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। সিটি বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য এটি হবে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। প্রধান কিউনি কলেজসমূহের মধ্যে রয়েছে বারুচ কলেজ, বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ, ব্রঙ্কস কমিউনিটি কলেজ, ব্রুকলিন কলেজ, কলেজ অব স্ট্যাটেন আইল্যান্ড, কিউনি স্কুল অব লেবার অ্যান্ড আরবান স্টাডিজ, গাটম্যান কমিউনিটি কলেজ, হোস্টোস কমিউনিটি কলেজ, হান্টার কলেজ, জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস, কিংসবারো কমিউনিটি কলেজ, লা গার্ডিয়া কমিউনিটি কলেজ, লেহমান কলেজ, মাকলেই হনর্স কলেজ, মেডগার এভারস কলেজ, নিউইয়র্ক সিটি কলেজ অফ টেকনোলজি, কুইন্স কলেজ, কুইন্সবারো কমিউনিটি কলেজ, দ্য সিটি কলেজ অব নিউইয়র্ক এবং ইয়র্ক কলেজ।

প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহের অ্যাপ্লিকেশন ফি মওকুফ

প্রায় ৫০টির বেশি প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয় এই উদ্যোগে অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-অ্যাডেলফি ইউনিভার্সিটি, বার্কলি কলেজ, ক্যানিসিয়াস ইউনিভার্সিটি, কলগেট ইউনিভার্সিটি, কুলিনারি ইনস্টিটিউট অব আমেরিকা, ডি’ইউভিল ইউনিভার্সিটি, এলমিরা কলেজ, ফিঙ্গার লেকস হেলথ কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস, ফাইভ টাউনস কলেজ, ফোর্ডহাম ইউনিভার্সিটি, হার্টউইক কলেজ, হফস্ট্রা ইউনিভার্সিটি, হাউটন ইউনিভার্সিটি, কিউকা কলেজ, লে ময়ন কলেজ, লিম কলেজ, মানহাটনভিল ইউনিভার্সিটি, মারিয়া কলেজ, মেরিয়ন এস হেলান স্কুল অব প্র‍্যাকটিক্যাল নার্সিং, মেট্রোপলিটান কলেজ অব নিউইয়র্ক, মল্লয় ইউনিভার্সিটি, মনরো ইউনিভার্সিটি, নাজারেথ ইউনিভার্সিটি, নিউইয়র্ক অটোমোটিভ অ্যান্ড ডিজেল ইনস্টিটিউট, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, নায়াগারা ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি, প্যাসিফিক কলেজ অফ হেলথ অ্যান্ড সায়েন্স, পল স্মিথস কলেজ, প্লাজা কলেজ, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি, স্কুল অব ভিজ্যুয়াল আর্টস, শিয়েনা ইউনিভার্সিটি, সেন্ট বোনাভেনচার ইউনিভার্সিটি, সেন্ট ফ্রান্সিস কলেজ, সেন্ট জনস ইউনিভার্সিটি, সেন্ট জোসেফস ইউনিভার্সিটি নিউইয়র্ক, সেন্ট থমাস একুইনাস কলেজ, সুইডিশ ইনস্টিটিউট কলেজ অব হেলথ সায়েন্সেস, দ্য কলেজ অব ওয়েস্টচেস্টার, দ্য নিউ স্কুল, দ্য নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসিস্ট্যান্টস, ট্রোকারে কলেজ, ইউনিভার্সিটি অব মাউন্ট সেন্ট ভিনসেন্ট, ভাসার কলেজ, ভন কলেজ অফ অ্যারোনটিক্স অ্যান্ড টেকনোলজি এবং ওয়াগনার কলেজ।

শেয়ার করুন