জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে মাত্র ২০ দিনের মধ্যেই তার ট্রানজিশন টিম ২০ লাখ ডলার অর্থ সংগ্রহ করেছেন। ১ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে এটি তার অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। মামদানির টিম থেকে গত ২৫ নভেম্বর মঙ্গলবার জানানো হয়েছে, এই অর্থের বেশিরভাগই এসেছে ক্ষুদ্র দাতাদের কাছ থেকে। মোট ২৫ হাজার ৬২০ জন ব্যক্তি অনুদান দিয়েছেন, যেখানে গড় অনুদান মাত্র ৭৫ ডলার। এই সংখ্যাই ইঙ্গিত দেয় যে, তার প্রচেষ্টা পুরোপুরি জনগণ নির্ভর এবং গ্রাসরুট সমর্থনের ওপর দাঁড়ানো।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২১ সালে এরিক অ্যাডামস তার পুরো ট্রানজিশন সময়ে ৮৮৪ জন দাতার কাছ থেকে মোট ১৯ লাখ ৪০ হাজার ডলার তুলেছিলেন। আর ২০১৩ সালে বিল ডি ব্লাসিওর দাতার সংখ্যা ছিল ৮২০ জন, যার মাধ্যমে উঠেছিল ২০ লাখ ৮০ হাজার ডলার। সেখানে মামদানি এখনও দায়িত্ব গ্রহণের এক মাসেরও বেশি বাকি থাকতেই এসব সংখ্যাকে ছাড়িয়ে গেছেন। ট্রানজিশন টিম জানায়, সংগৃহীত অর্থ মূলত কর্মী নিয়োগ, বিশেষজ্ঞ-বিশ্লেষকদের নিয়ে ১৭টি কমিটি গঠন এবং প্রশাসনে যোগ দিতে আগ্রহী ৭০ হাজার বাছাই করা রিজ্যুম যাচাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।
ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর এলানা লিওপোল্ড বলেন, জনতার শক্তি তে গড়ে ওঠা মামদানি ট্রানজিশন টিম এমন একটি প্রশাসন গঠন করছে, যা নিউইয়র্ক সিটির মূল্যবোধ ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করবে। এই অনুদান আমাদেরকে সেরা দক্ষ ব্যক্তিদের নিয়োগে সহায়তা করবে, যারা ১ জানুয়ারি থেকেই কাজ শুরু করবে এবং নিউইয়র্কের এক মিলিয়নের বেশি মানুষের ভোটে অনুমোদিত অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা বাস্তবায়ন এগিয়ে নেবে। ৪ নভেম্বর নির্বাচনে জয়ের পরদিনই মামদানি এই ফান্ডরেইজিং অভিযান শুরু করেন।