মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে
প্রবাসের পেশাজীবীদের অন্যতম সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটসের আসন্ন ২০২৬- ২০২৭ কার্যকরি পরিষদের নির্বাচনী তফসিল সূচিমালা অনুসরণে রিপন-আমিন পরিষদ বিগত ১৭ নভেম্বর সোমবার নির্বাচন কমিশনারের কাছ থেকে ১৫টি নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং যথারীতি ২৪ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র দাখিল করেন। ১ ডিসেম্বর ২০২৫ ছিল মনোনয়নপত্র যাচাই বাছাই এর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। রিপন-আমিন পরিষদের কোন প্রতিপক্ষ না থাকার কারণে, রিপন-আমিন পরিষদকে পূর্ণ বিজয়ী প্যানেল হিসেবে ঘোষণা করা হয় এবং আসন্ন নির্বাচন অনুষ্ঠানকে বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচিত প্রার্থী তালিকা নিচে দেওয়া হল। সভাপতি মোঃ মোস্তফা রিপন, সদস্য নম্বর ২২০ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য নম্বর ২৯০, সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সদস্য নম্বর ৩০৪, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সদস্য নম্বর ৩৭৭, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সদস্য নম্বর ৩০৭। সাংগঠনিক সম্পাদক তমাল হোসেন সদস্য, নম্বর ৩৪৯, অর্থ সম্পাদক মোঃ আবু তাহের, সদস্য নম্বর ২৬০, সহ-অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ রিপন, সদস্য নাম্বার ৩৭১, ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের সদস্য নাম্বার ৩৫৮, প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর সদস্য নম্বর ৩৭৯।
কার্যনির্বাহী সদস্য পাঁচজন- নুরুল হাসান সদস্য নম্বর ১২৪, মোঃ ওয়াসিম উদ্দিন ভূঁইয়া সদস্য নম্বর ১৬৮, রহিম চৌধুরী সদস্য নম্বর ১৯৫, মোঃ এফ মিয়াজী সদস্য নম্বর ২২৪, মোঃ জসিম উদ্দিন সদস্য নাম্বার ২৫৬। নির্বাচন কমিশনার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার মীর এইচ জামাল, এবং নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম চৌধুরী, এ কে এম কামাল উদ্দিন খান, মোঃ জাভেদ চৌধুরী, মোহাম্মদ টি মোল্লা।