১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ০৮:২৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি ২০১৮ সালের নির্বাচনে ৮০ শতাংশ ভোট রাতে পড়ে : তদন্ত কমিশন ২০২৫ কর বছরে যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য নতুন সুবিধা ও ডিডাকশন শুল্ক ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে গেলে সংকটে পড়ার শঙ্কায় ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের নয়া তত্ত্বে অন্যরকম শঙ্কা নিউইয়র্কে স্বাস্থ্যসেবায় এক বাংলাদেশির নজিরবিহীন জালিয়াতি


২৬ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
২৬ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)


যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ২০২৬ সালের কর দাখিল মৌসুম শুরুর তারিখ ঘোষণা করেছে। আইআরএস জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি সোমবার ২০২৬ থেকে করদাতারা তাদের ২০২৫ করবর্ষের ফেডারেল আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আইআরএস-এর ধারণা, এ বছর প্রায় ১৬৪ মিলিয়ন ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা পড়বে এবং এর বেশিরভাগই ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করা হবে। কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল বুধবার ২০২৬।

চলতি কর মৌসুমে কার্যকর হচ্ছে ট্রাম্প প্রশাসনের আলোচিত ‘ওয়ান, বিগ, বিউটিফুল বিলের একাধিক নতুন কর বিধান। এসব বিধানের ফলে করের হার, করছাড় ও কর কর্তনে পরিবর্তন আসতে পারে, যা অনেক করদাতার ক্ষেত্রে করের বোঝা কমাতে এবং রিফান্ড বাড়াতে সহায়ক হতে পারে। আইআরএস এর মধ্যেই এসব নতুন বিধান নিয়ে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রকাশ করেছে। আইআরএস জানিয়েছে, এ বছর ফ্রি ফাইল প্রোগ্রাম আগেভাগেই চালু করা হচ্ছে। যেসব করদাতার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম (এজিআই) ৮৪ হাজার ডলার বা তার কম, তারা ৯ জানুয়ারি থেকে বিনামূল্যে এই প্রোগ্রামের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া যারা নিজেরা কর প্রস্তুত করতে চান, তারা ২৬ জানুয়ারি থেকে আইআরএস ফ্রি ফাইল ফিলেবল ফর্মস ব্যবহার করতে পারবেন। এ ফ্রি ফাইল ফিলেবল ফর্মস আয়ের পরিমাণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে।

চলতি কর মৌসুমে প্রথমবারের মতো চালু হচ্ছে একটি নতুন ফর্ম স্কেজিউল ওয়ান-এ। এ ফরমের মাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রণীত বিভিন্ন করছাড় দাবি করা যাবে। এর মধ্যে রয়েছে টিপস ও ওভারটাইম আয়ের ওপর কর সীমিতকরণ, গাড়ি ঋণের সুদের ওপর করছাড় এবং সোশ্যাল সিকিউরিটি ভাতা ভোগীদের জন্য বিশেষ কর সুবিধা। করদাতারা তাদের ব্যক্তিগত অনলাইন আইআরএস অ্যাকাউন্ট ব্যবহার করে বকেয়া কর, পরিশোধিত অর্থ, নির্ধারিত পেমেন্ট এবং করসংক্রান্ত নথি দেখতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর “হোয়ার্স মাই রিফান্ড?’ টুলের মাধ্যমে রিফান্ডের অবস্থা জানা যাবে। ই-ফাইলিংয়ের ক্ষেত্রে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই রিফান্ড সংক্রান্ত তথ্য পাওয়া যায়, আর কাগজে দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এ সময়সীমা প্রায় চার সপ্তাহ। নতুন কর আইনের আওতায় করদাতারা ১৮ বছরের কম বয়সী সন্তানদের জন্য ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ নামে একটি নতুন ধরনের ব্যক্তিগত অবসর সঞ্চয় হিসাব খুলতে পারবেন, যা ভবিষ্যৎ সঞ্চয় ও বিনিয়োগে সহায়ক হবে বলে জানানো হয়েছে।

ট্রেজারি সেক্রেটারি ও ভারপ্রাপ্ত আইআরএস কমিশনার স্কট বেসেন্ট বলেন, নতুন কর আইন কার্যকর হওয়ায় ট্রেজারি ও আইআরএস আগেভাগেই ফর্ম ও প্রক্রিয়া হালনাগাদে কাজ করেছে এবং শ্রমজীবী আমেরিকানদের উপকারে ফল দিতে সংস্থাটি প্রস্তুত। আইআরএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক বিসিগনানোও বলেন, নতুন কর আইন অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ করা হয়েছে এবং ২০২৬ সালের কর দাখিল মৌসুমে করদাতাদের সহায়তা দিতে আইআরএস পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট

২০২৫ কর বছরে কোনো যোগ্য সন্তান না থাকলে একজন করদাতা সর্বোচ্চ প্রায় ৬৪৯ ডলার পর্যন্ত আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট (ইআইটিসি) পেতে পারেন। একজন যোগ্য সন্তান থাকলে এই পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৩২৮ ডলার, দুইজন সন্তানের ক্ষেত্রে ৭ হাজার ১৫২ ডলার এবং তিন বা ততোধিক যোগ্য সন্তান থাকলে সর্বোচ্চ প্রায় ৮ হাজার ৪৬ ডলার পর্যন্ত কর রিফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। এ অর্থ কর বিলশূন্য হলেও রিফান্ড হিসাবে পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ ফেরতযোগ্য কর ক্রেডিট, যার মাধ্যমে স্বল্প ও মধ্যম আয়ের কর্মজীবী ব্যক্তি ও পরিবার করের দায় কমাতে বা সরাসরি রিফান্ড পেতে পারেন। করদাতার আয়, দাখিলের স্ট্যাটাস এবং যোগ্য সন্তানের সংখ্যার ওপর ভিত্তি করে এই ক্রেডিটের পরিমাণ নির্ধারিত হয়।

আইআরএস জানিয়েছে, যারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট দাবি করবেন তাদের রিফান্ড সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে পাওয়া শুরু হতে পারে, কারণ নিরাপত্তা যাচাই ও প্রতারণা প্রতিরোধমূলক অতিরিক্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিশেষজ্ঞদের মতে, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট নিম্ন আয়ের কর্মজীবী পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে কাজ করে এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়, সঞ্চয় ও পরিবারের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২৫ কর বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়লো

২০২৫ কর বছরের জন্য ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট উল্লেখযোগ্যভাবে হালনাগাদ করা হয়েছে, যার ফলে যোগ্য প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ ২ হাজার ২০০ ডলার পর্যন্ত করছাড় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৭০০ ডলার পর্যন্ত ফেরতযোগ্য অংশ হিসেবে করদাতারা রিফান্ড পেতে পারবেন, যা অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট নামে পরিচিত। এ সুবিধা ২০২৬ সালের শুরুতে দাখিলযোগ্য ২০২৫ কর বছরের রিটার্নে প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, করদাতারা এ ক্রেডিট এককালীনভাবে বার্ষিক কর রিটার্ন দাখিলের সময় দাবি করবেন। ২০২১ সালের মতো কোনো মাসিক অগ্রিম অর্থপ্রদান ২০২৫ কর বছরে আর থাকছে না। অর্থাৎ পুরো ক্রেডিট একসঙ্গে রিটার্ন দাখিলের সময় হিসাব করা হবে।

যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। করদাতা ও শিশু উভয়েরই অবশ্যই বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে, যা কর রিটার্নের শেষ তারিখের আগেই ইস্যু করা হয়েছে। যোগ্য শিশুর বয়স ২০২৫ সালের শেষ নাগাদ ১৭ বছরের কম হতে হবে এবং সে অবশ্যই মার্কিন নাগরিক, মার্কিন ন্যাশনাল বা যুক্তরাষ্ট্রের বৈধ রেসিডেন্ট হতে হবে। এছাড়া শিশুটি নিজের ভরণপোষণের অর্ধেকের বেশি নিজে বহন করতে পারবে না এবং সাধারণভাবে বছরের অর্ধেকের বেশি সময় করদাতার সঙ্গে বসবাস করতে হবে। যোগ্য সম্পর্কের মধ্যে সন্তান, সৎ-সন্তান, পালক সন্তান, ভাই-বোন বা তাদের বংশধর অন্তর্ভুক্ত।

আয়ের ওপর ভিত্তি করে এই করছাড় ধাপে ধাপে কমে যায়। একক করদাতা, হেড অব হাউসহোল্ড অথবা আলাদাভাবে দাখিলকারী বিবাহিত করদাতাদের ক্ষেত্রে মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম (ম্যাগি) যদি ২ লাখ ডলার ছাড়িয়ে যায়, তাহলে পূর্ণ ক্রেডিট কমতে শুরু করবে। যৌথভাবে দাখিলকারী বিবাহিত দম্পতিদের জন্য এ সীমা ৪ লাখ ডলার। সীমা অতিক্রমের পর প্রতি অতিরিক্ত ১ হাজার ডলারে করছাড় ৫০ ডলার করে কমে যাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের জুলাই মাসে পাস হওয়া ওয়ান, বিগ, বিউটিফুল বিল অ্যাক্ট-এর মাধ্যমে এ চাইল্ড ট্যাক্স ক্রেডিটকে স্থায়ী ভিত্তি দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে এ সুবিধা হঠাৎ করে বাতিল বা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই কাঠামো মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে, বিশেষ করে যেসব পরিবারে একাধিক যোগ্য শিশু রয়েছে এবং যাদের কর দায় তুলনামূলকভাবে কম হলেও রিফান্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন