০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
মিশিগানের পথমেলায় প্রাণের উৎসব


যুক্তরাষ্ট্রের মিশিগানে দিনদিনব্যাপী পথমেলা সম্পন্ন হয়েছে। মিশিগানের হ্যামট্রামিক সিটির ডাইভারসিটি ফেস্টিভালের আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলে রোববার রাত ১২টা পর্যন্ত।  

হ্যামট্রামিকের বাংলাদেশ অ্যাভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিদের ঢল নেমেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন এ মেলায়। বেশিরভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে। এ মেলাকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়েছে।

আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারের মেলার ৪০টি স্টলের বেশিরভাগই শোভা পায় বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরিপ্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকমের খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুঁটকি ভর্তার স্টল। রোববার মেলার শেষের দিনে গান শোনান বাউলশিল্পী জিল্লুর রহমান ও লাবনী আক্তার। মেলার আয়োজকরা জানান, শুক্রবার মেলার প্রথম দিন তেমন দর্শনার্থী না থাকলেও। ছুটির দিন শনিবার বিকেল থেকে মানুষের ভিড় জমতে শুরু করে। অন্য দেশের মানুষরাও এ মেলায় এসে কেনাকাটা করেন।

মেলার আয়োজকদের পক্ষ থেকে স্কুলশিক্ষার্থীকে বিনামূল্য দেয়া হয় স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল। আর র‌্যাফেল ড্র’র বড় পুরস্কার গাড়িসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন মেলার উদ্যোক্তা নাজেল হুদা, সাদাত হোসেন মিন্টু, মাহবুব রাব্বি খান, শোভন, আফাজ, সাইফুল ও পারভেজ।

 

শেয়ার করুন