০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পররাষ্ট্রমন্ত্রীর সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
পররাষ্ট্রমন্ত্রীর সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির মতবিনিময় বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন


জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি  হলে গত ২৮  সেপ্টেম্বর সন্ধ্যায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের  সাথে মতবিনিময়  সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের জোয়ার অব্যাহতভাবে এগিয়ে  যাচ্ছে। বাংলাদেশ  ইতিমধ্যেই  মধ্যম আয়ের  দেশে  উন্নীত  হয়েছে। আগামী ২০৪১ সালে উন্নয়নশীল  দেশে  পরিণত হবে। তিনি  বলেন, উন্নয়নের ধারাকে  ব্যাহত  করার জন্য  নানান ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী  বলেন, গণতন্ত্র  প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ  অবস্থান প্রয়োজন। উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করে  মন্ত্রী বলেন, মায়ানমার  সরকারের  সাথে আলোচনা হয়েছে। তারা বলেছে রোহিঙ্গাদের ফেরত  নিবে। কিন্তু কাজ হয়নি। তাদের  অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে দেরি হচ্ছে। তিনি প্রবাসী ৭ জন বিনিয়োগকারী গ্রেফতার প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করেছেন। খোঁজ  নিয়ে অতিসত্বর  যেন  পদক্ষেপ গ্রহণ করা  হয়। পররাষ্ট্রমন্ত্রী  বিগত বন্যার কথা উল্লেখ করে বলেন,  পানি  নিষ্কাশনের সব খাল-নালা ভরাট করে অট্টালিকা হয়েছে। নদী  ভরাট  হয়েছে। গত  ৫০ বছরে  নদীখনন  হয়নি। ইতিমধ্যেই নদীখননের জন্য  অর্থ বরাদ্দ  হয়েছে। নদীখননের কাজ শিগগিরই আরম্ভ হবে। ড. মোমেন মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলওয়াত করেন মওলানা কাজী  কাইয়্যুম। এরপর বাংলাদেশের ও আমেরিকার জাতীয়  সংগীত পরিবেশিত হয়।

মতবিনিময়  সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক জুনেদ  এ খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, গৌছ খান, জামাল হোসেন, দেওয়ান বজলুর রশীদ, হাছান আলী, কাজী কয়েস, আব্দুর রহিম বাদশাহ, রেজাউল আলম অপু।

মঞ্চে উপবিষ্ট ছিলেন কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, তোফায়েল আহমদ, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ  সালাম, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, অ্যাটর্নি  মইন চৌধুরী, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, দেওয়ান শাহেদ চৌধুরী।

শেয়ার করুন