০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ব্যাপক আয়োজন
বাংলাদেশ স্ট্রিটের উদ্বোধন ২৬ মার্চ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
বাংলাদেশ স্ট্রিটের উদ্বোধন ২৬ মার্চ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট


বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট হয়ে যাচ্ছে বাংলাদেশ স্ট্রিট। জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের প্রস্তাবনায় গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ স্ট্রিট নামকরণের বিলটি ৪৭-০ ভোটে পাস হয়। যদিও এই বিলের কো-স্পন্সর ছিলেন বাংলাদেশি আমেরিকান প্রথম মুসলিম কাউন্সিলওম্যান শাহানা হানিফ। আর এই বিলের ব্যাপারে অগ্রণি ভূমিকা পালন করেছেন জেবিবিএ’র সাধারণ সম্পাদক, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানসহ জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। জ্যাকসন হাইটসের আগেও নিউইয়র্ক এবং অন্যান্য স্টিটের নামকরণ বাংলাদেশকে নিয়ে করা হয়। প্রবাসে যেসব বাংলাদেশিরা থাকেন তারা এই নামকরণগুলো দেখলে তাদের বুক গর্বে ভরে যায়। প্রবাসী বাংলাদেশিদের কারণেই এসব নামকরণ হচ্ছে। এভাবে আরো স্ট্রিটের নামে বাংলাদেশের নাম যুক্ত হবে। কারণ প্রবাসে বাংলাদেশি এবং মূলধারায় তাদের অবস্থান শক্ত হচ্ছে। প্রবাসে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে।

ফাহাদ সোলায়মান জানান, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নামফলক লাগানো হবে আগামী ২৬ মার্চ। ২৬ মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিনেই বাংলাদেশ স্ট্রিটের নামফলক লাগানো হবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায় এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করেই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। এ ছাড়াও মূলধারার রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। অন্যদিকে উপস্থিত থাকবেন জেবিবিএ’র কর্মকর্তারা ছাড়াও জ্যাকসন হাইটসের ব্যবসায়ীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন