০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:২১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সাকিবদের জয় দিয়ে সুচনা টি২০তেও
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৩
সাকিবদের জয় দিয়ে সুচনা টি২০তেও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিং/ছবি সংগৃহীত


আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সুচনা করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের ডার্কওয়ার্থ লুইস ম্যাথডে ২২ রানে হারিয়ে ওই সুচনা করে। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশের জয়টা সহজ করে দেয়। ২ওভার বোলিং করে ৪ উইকেট নেন তাসকিন।


আর উইকেটগুলো নিয়েছেন তিনি যখন ৮ ওভারে ১০৪ রানের জয়ের টার্গেট দেয়া হয়েছিল আইরিশদের। তাসকিন ২০ রান খরচা উইকেটগুলো নেন। ফলে ৮১/৫ তে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

এর আগে প্রথম ব্যাটিং করে রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে উপর ভর করে ২০৭/৫ রান করেছিল বাংলাদেশ ১৯.২ ওভারে। বৃষ্টি তখনই নেমে আসে। এরপর ওই টার্গেট দিয়ে খেলা শেষ করে আম্পায়াররা। বাংলাদেশ ইনিংসে ৩৮ বলে ৬৭ রান করেন রনি। যার মধ্যে ছিল ৩ ছক্কা ৭ চারের মার।


এছাড়া লিটন দাসের ২৩ বলে ৪৭, শামীমের ২০ বলে ৩০, ও সাকিবের ২০ রান উল্লেখযোগ্য। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। 


শেয়ার করুন