৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ১০:৪১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


‘সম্প্রতি সংঘটিত অগ্নিকান্ডের ঘটনাসমূহ ‘রহস্যজনক’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
‘সম্প্রতি সংঘটিত অগ্নিকান্ডের ঘটনাসমূহ ‘রহস্যজনক’


নিউ সুপার মার্কেটসহ রাজধানীর সাম্প্রতিক সময়ের সংঘটিত অগ্নিকান্ডের ঘটনাসমূহকে ‘রহস্যজনক’ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক। ইতোমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে।

‘‘ বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতানির্লিপ্ততা  জবাবদিহিহীনতার কারণে এধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে যা কোনক্রমেই কাম্য হতে পারে না। আমরা রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকান্ডসহ সকল অগ্নিকান্ডের সুষ্ঠু  নিরপেক্ষ তদন্তের দাবি করছি।”

একই সঙ্গে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাজে দাবি জানান বিএনপি মহাসচিব।

ভোর নিউ মার্কেটের কাছে নিউ সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলের, ‘‘ পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকান্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যেআওয়ামী অবৈধ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্তঅগ্নিকান্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোন আগ্রহ নেই।”

‘‘ দেশের বড় বড় মার্কেটে সংঘটিত ধারাবাহিক অগ্নিকান্ডে বহু মানুষ হতাহত  ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাতে আওয়ামী সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। এসব অগ্নিকান্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও তা কখনো আলোর মুখ দেখে না। এ সরকারের আমলে মানুষের জানমালের কোন মূল্য নেই। একের পর এক  ধরণের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।”


শেয়ার করুন