০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাতিনের সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
বাতিনের সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা বক্তব্য রাখছেন এম এ বাতিন


যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেট বিএনপির উপেদষ্টা এবং যুক্তরাষ্ট্র বিএনপির পরীক্ষিত নেতা এম এ বাতিন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গসংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ঢাকা মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ডের কমিশনার সুরাইয়া বেগম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আযম, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজামান, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সারওয়াদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শেখ হায়দার আলী, জামালুর রহমান, শোয়েব আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেক, মোহাম্মদ মক্তাদির, ওয়েছ আহমেদ, মাজহারুল ইসলাম জনি, কাওছার আহমেদ, শামীম তালুকদার, সজীব চৌধুরী ফয়ছল, ফারুক আহমেদ, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ রইছ উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, জাকারিয়া অপু, মুজিবুর রহমান লাবলু, তারেক আহমেদ, রুহেলুজামান চৌধুরী, মোহাম্মদ মান্নান, শামীম আহমেদ, মির্যা আযম, রাজ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এম বাতিন বলেন, আপনারা যদি সমর্থন দেন তাহলে আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। সবার সম্মতিতে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন