০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
সাংবাদিক শিরীন হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের নিহত সাংবাদিক শিরীন আবু আকলেহ


ফিলিস্তিনের পশ্চিম তীরে আল জাজিরার একজন প্রবীণ সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজ। গত ১১ মে নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনি আমেরিকান এই সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন-জিন-পিয়েরে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আলি সামুদি নামের আরেক ফিলিস্তিনি সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার এই সংবাদকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তার (শিরীন) মৃত্যুর ঘটনায় আমরা তদন্তের আহ্বান জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসও এই হত্যার ঘটনায় নিন্দা ও তদন্তের আহ্বান জানিয়েছেন। টুইটারে এক বিবৃতিতে তিনি বলেছেন, দায়ীদের জবাবদিহি করতে হবে।

এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বøকটির ক‚টনৈতিক সার্ভিসের মুখপাত্র পিটার স্টানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।

শেয়ার করুন