১৪ ডিসেম্বর ২০১২, শনিবার, ০৪:৩৫:০৪ পূর্বাহ্ন


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের মনমুগ্ধকর বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের মনমুগ্ধকর বনভোজন বেলুন উড়িয়ে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন উদ্বোধন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। এই সংগঠন প্রবাসের একটি আদর্শিক সংগঠন। উত্তম নেতৃত্ব এবং যোগ্য কমিটির প্রতিফলন দেখা যায় সংগঠনের বনভোজনে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা থাকলে যা হয় তাই হয়েছে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজনে। এই বনভোজনে চাঁদপুরবাসী স্বত:ম্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন প্রবাসে চাঁদপুরবাসী এক এবং অভিন্ন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দসহ প্রবাসের বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃবৃন্দ। পড়ন্ত বিকেলে মানুষের উপস্থিতিতে পুরো পার্ক যেন একখণ্ড চাঁদপুরে পরিণত হয়। তাছাড়া আয়োজনও ছিলো সুন্দর, চমৎকার এবং নান্দনিক। প্রতিটি কর্মকর্তা তাদের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এই বনভোজনে এসে কারো কোন অনুযোগ- অভিযোগ ছিলো না, ছিলো সবার মধ্যে স্বস্তি এবং আনন্দ। আনন্দ-উচ্ছ্বাস এবং খোশগল্পেই কেটে গেল একটি অনাবিল শান্তির দিন। দিন শেষে প্রবাসী বাংলাদেশীদের এটাই যেন প্রাপ্তি। আত্মীয়তার বন্ধন, নিজ এলাকার মানুষের সাথে সৌহার্দ্য সম্প্রীতির অনন্য নজির। বনভোজনে ছিলো আলোচনা, আড্ডা, খাবার পরিবেশন, খেলাধুলা। জয়তু রূপসী চাঁদপুর ফাউন্ডেশন।

এই অনুকরণীয় এবং অনুসরণীয় সংগঠনের বনভোজন গত ২৮ জুলাই বোরবার প্রকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি লং আইল্যান্ডে বেথপেইজ স্টেট পার্কে মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এবং চাঁদপুরের গর্বিত সন্তান আক্তার হোসেন বাদল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশের গৌরব চাঁদপুরের কৃতি সন্তান সিনেটর মোঃ মাসুদুর রহমান কানেকটিকাট রাজ্যের সিনেটর, উপদেষ্টা পরিষদের সদস্য নার্গিস আহমেদ সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি, বীর মুক্তিযোদ্ধা মো: ফিরোজুল ইসলাম পাটোয়ারী, আমিন খান জাকির, সাবেক সভাপতি, মোরশেদ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ, মোঃ আখতার হোসেন বাদল, মনিরুজ্জামান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ আলম বিশিষ্ট ব্যবসায়ী, নুর আলী স্বপন, হিল সাইড হোন্ডা, জসিম রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ ফারুকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন, মামুন মিয়াজী ,সাবেক সভাপতি, মুনমুন হাসিনা বারী, বারী হোম কেয়ার, সৈয়দা নিলুফার ইয়াসমিন মিতু, বিশিষ্ট ব্যবসায়ী. মনিরুল ইসলাম, সিইও গ্রাফিক ডিজাইন, মোঃ জামান তপন, সম্মানিত স্থায়ী সদস্য, নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারি ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, বর্তমান কর্মকর্তা এবং আসন্ন নির্বাচনের দুটি প্যানেলের সম্ভাব্য প্রার্থী মাইনুল ইসলাম মাহবুব, কোষাধ্য নওশেদ হোসেন, সাদী মিন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, হোসেন মেডিকেলের কর্ণধার ডাক্তার মোঃ হোসেন, নবান্ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শিমুল, আরিফ হোসাইন, খামার বাড়ির কামরুজ্জামান কামরুল, আব্দুর রহমান বিশ্বাস, বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ডাক্তার এনামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউনুস সরকার, সেক্রেটারি মোঃ এর সিদ্দিক পাটোয়ারী, সদস্য ইসমাইলসহ কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন, কুমিল্লা সোসাইটি ইউএসএ এর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক এর সেক্রেটারি তাসলিমা বেগম, মতলব সমিতির প্রতিষ্ঠাতা রতন, সভাপতি, সেক্রেটারিসহ কার্যকরি কমিটির একটি গ্রুপ, উল্লাপাড়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শফিউল আলম ও সদস্য জহিরুল ইসলাম, শো টাইম মিউজিকের মোঃ আলমগীর খান আলম, নরসিংদী সোসাইটির মুরাদ হোসাইন প্রমুখ।

বনভোজনে সহযোগিতায় ছিলেন এ্যামব্লেম হেথ ইন্স্যুরেন্স, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক, হোসেন মেডিকেল কেয়ার, মোঃ হোসেন, খাবার বাড়ি, মোঃ কামরুজ্জামান কামরুল এবং আব্দুর রহমান বিশ্বাস, ব্রঙ্কস অটো রিফেয়ারের জুয়েল, আলমগীর হোসাইন (বিশিষ্ট ব্যবসায়ী), ফরহাদ হোসাইন (বিশিষ্ট ব্যবসায়ী), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক (বিশিষ্ট ব্যবসায়ী), শাহ জে চৌধুরী, সিইও শাহ গ্রুপ, আবুল কাশেম ক্রেডিট রিপেয়ার, ফাহাদ সোলাইমান কমিউনিটি এক্টিভিস্ট, কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক, মুরাদ হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক নরসিংদী জেলা সমিতি, গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলের বশির উদ্দিন, মজিবুল আলম, মান্নান হালাল সুপার মার্কেট।

রাফেল ড্র’র সহযোগিতায় ছিলেন বারী হোম কেয়ার আসিফ বারী টুটুল এবং মুনমুন হাসিনা বারী ১০০০ ডলার, নবান্ন রেস্টুরেন্ট, জ্যাকসন হাইটস স্বর্ণের চেইন, মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সোসাইটি ল্যাপটপ, ওয়াসিম হোসাইন সৈকত হোসাইন ল্যাপটপ, মোঃ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক অ্যাপল আইপ্যাড, মো: রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক অ্যাপেল আইপ্যাড, আব্দুস সামাদ টিটু, অন্যতম সদস্য, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক আইপ্যাড, কাজী তোফায়েল ইসলাম এবং মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি ল্যাপটপ, প্রবাসী মতলব সমিতি ল্যাপটপ, মোঃ রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি ল্যাপটপ ও অ্যাপল আইপ্যাড, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ৬৫ ইঞ্চি টিভি, ইউএস এ বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি ৬৫ ইঞ্চি টিভি, শামসুন্নাহর নাহার নিম্মী, ফাতেমা ইন্স্যুরেন্স আইপ্যাড, ফার্স্ট এইড হোম কেয়ার আইপ্যাড, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি গিফট কার্ড, আশরাফুল আলম জঙ্গি ল্যাপটপ, ফারজানা আহমেদ সোনিয়া, লাইফ মেম্বার ডিনার সেট, রহমানিয়া ট্রাভেলস ডিনার সেট, মোঃ মোবারক হোসাইন সহ-সভাপতি মাইক্রোওভেন, ইত্যাদি গ্রোসারি, জ্যাকসন হাইটস টাওয়ার ফ্যান।

অনুষ্ঠান সমাপ্তি টানেন সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা এই সুন্দর একটি আয়োজনকে সফল করার জন্য শারীরিক, অর্থনৈতিক ও মানসিক সহযোগিতা করে আমাদেরকে আজকে এই বনভোজনটি সম্পন্ন করার সুযোগ দিয়েছেন তাদের সকলকে অন্তরিক ধন্যবাদ। সেই সাথে বলেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্য ঐক্যের কোন বিকল্প নেই, ঐক্যের ভিত্তিতে কাজ করলে যে কোন কিছু করা সম্ভব। তিনি আরো বলেন, আমাদের মাঝে কোন দ্বিধা বিভক্তি নেই, আমরা এক। আমরাই একমাত্র উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের উপদেষ্টা, শুভাকাঙ্খী এবং চাঁদপুরবাসীর ঐকান্তিক প্রচেষ্টায়। আজকের এই আয়োজনের ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে ভবিষ্যতে যেন আরো সুন্দর আয়োজন করতে সক্ষম হই সেই দোয়া কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক নূরে আলম মনির বলেন, আমরা প্রতিবছরই বড় ধরনের পিকনিক করে থাকি, এবারও আমরা সুন্দরভাবে পিকনিক সম্পন্ন করতে পেরে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যেন আরো সুন্দরভাবে কমিউনিটির সেবা করতে পারি সেজন্য সকলের নিকট সাহায্য কামনা করেন।

বনভোজন উদযাপন কমিটিতে যারা ছিলেন- আহ্বায়ক: আব্দুর রহিম ভূইয়া, যুগ্ম আহবায়ক: মোঃ নুরুল আমিন, মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব: আবু তাহের, যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমদ পাটোয়ারী, মোঃ আহাদ ভূইয়া, সদস্য: মোঃ মিজানুর রহমান, মিঞা ওবায়দুর রহমান, আনোয়ার হোসাইন, মাহবুবুল আলম পাটোয়ারী, প্রধান সমন্বয়কারী: মোঃ কবির রতন, প্রধান পৃষ্ঠপোষক: মোঃ রেজাউর রহমান রাজু, মোবারক হোসাইন, পৃষ্ঠপোষক আব্দুস সামাদ টিটু, হাসান মাহমুদ সোহেল, তত্ত্বাবধায়ক মোঃ আবু ছাদেক সমন্বয়কারী: বিপ্লব সাহা, মোঃ আক্তার হামিদ, মোঃ মাহাবুবুর রহমান, মোবারক হোসাইন, মোঃ সিদ্দিক পাটোয়ারী, নুরুল আলম মজুমদার, মোঃ আলমগীর হোসাইন।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো- আপ্যায়ন: সকালের নাস্তা বিতরণ, তরমুজ, খেলাধুলা অনুষ্ঠান: ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, জোহরের নামাজ ১:৩০, দুপুরের খাওয়া ২টায়, ফুটবল খেলা, মহিলাদের বালিশ প্রতিযোগিতা, আসরের নামাজ ৬টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, রাফেল ড্র। খেলাধুলা: ৩-৫ ছেলে ও মেয়েদের ১০০ মিটার দৌড়, ৬-৯ ছেলে ও মেয়েদের ১৫০ মিটার দৌড়, ১০-১৩ ছেলে ও মেয়েদের ১৭৫ মিটার দৌড়, ১৪-১৮ ছেলেদের ২০০ মিটার দৌড়। পুরুষদের ফুটবল, মহিলাদের বালিশ খেলা।

অভ্যর্থনায়: আমিন খান জাকির, মামুন মিয়াজী, মোহাম্মদ কবির, মোঃ মাহাবুবুর রহমান, শাকিল মিয়া, মো: এ সিদ্দিক পাটোয়ারী, মোঃ আবুবকর, মিঞা ওবায়দুর রহমান, ফারহানা আক্তার শিমু। বাসের দায়িত্ব:জ্যাকসন হাইটস: মোঃ মোবারক হোসাইন, মোঃ মিজানুর রহমানম ব্রঙ্কস:মোঃ কবির, নুরুল ইসলাম মিলন। সকালের নাস্তার দায়িত্বে: আব্দুর রহিম ভূঁইয়া, মোঃ আবু তাহের, মোঃ জসিম উদ্দিন. রাফেল ড্র দায়িত্বে: মোঃ আবু ছাদেক। খেলাধুলার দায়িত্ব: সাফায়েত হোসেন রুমান, মোহাম্মদ নুরুল আমিন, মোঃ নুরুল ইসলাম মিলন, মোঃ জসীম উদ্দিন, ফয়সাল পাটোয়ারী, আনোয়ার হোসাইন, আহাদ ভূঁইয়া, রাজন হাসান, মোঃ জাকির হুসাইন। মহিলাদের বালিশ খেলার প্রতিযোগিতা: এডভোকেট নুবাইরা ইবনাত, শাহানারা কবির, ফারহানা আক্তার শিমু, ফাতেমা আক্তার। সহযোগিতায় মোঃ মোবারক হোসাইন, আবু সাদেক, মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, ফয়েজ আহমেদ। খেলাধুলার বিচারকমন্ডলী- মোঃ কবির, আব্দুল মমিন, মোঃ মাহাবুবুর রহমান, মোবারক হোসাইন, মোঃ রেজাউর রহমান রাজু, নুরুল আলম মজুমদার, আব্দুস সামাদ টিটু, মিঞা ওবায়দুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসাইন। দুপুরের খাবারের দায়িত্ব: হাসান মাহমুদ সোহেল, বিপ্লব সাহা, মোঃ কবির, মোঃ আক্তার হামিদ, মোঃ মাহাবুবুর রহমান, মোবারক হোসাইন, মোঃ এ সিদ্দিক পাটোয়ারী, মোঃ রেজাউর রহমান রাজু, নুরুল আলম মজুমদার, মোঃ মিজানুর রহমান, আব্দুর রহিম ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আমিন, মোঃ আবু তাহের, মোঃ নুরুল ইসলাম মিলন, মোঃ আবু সাদেক, মাহবুবুল আলম পাটোয়ারী, মোঃ জসীম উদ্দিন, মোঃ আহাদ ভূইয়া, মোঃ আবুবকর, ফয়সাল পাটোয়ারী, মিঞা ওবায়দুর রহমান, এডভোকেট নুবাইরা ইবনাত, শাহানারা কবির, মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, আনোয়ার হোসেন আনু, সাফায়েত হোসেন রুমান, ডাক্তার মোঃ মইনুল ইসলাম, হাসান মাহমুদ সোহেল, শাকিল মিয়া, খোরশেদ আলম, মকসেদুর রহমান সেলিম, শাহ আলম, মোঃ জহিরুল ইসলাম, আব্দুল মমিন, ফারহানা আক্তার শিমু, নূর হোসাইন, রাজন হাসান, মোঃ জাকির হুসাইন, ফয়েজ আহমেদ, মোঃ রহানউদ্দিন, মোঃ নিয়াজ মোরশেদ, ওসমান ওমর ফারুক, ফজলুল হক, আক্তার হোসেন নাসিম, সাইফুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ টিটু, গোলাম আযম রকি, সোহেল গাজী প্রমুখ।

শেয়ার করুন