১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৬:১৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


বন্যার্তদের সাহায্যার্থে ২৫ হাজার ডলার বিতরণের সিদ্ধান্ত
বিয়ানীবাজার সমিতির জরুরি সাধারণ সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
বিয়ানীবাজার সমিতির জরুরি সাধারণ সভা মঞ্চে কর্মকর্তাবৃন্দ


বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সাধারণ লোকজন বন্যায় আক্রান্ত। আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্যের হাত দিয়েছে বিয়ানীবাজার সমিতি। যা এ সংগঠন সব সময় করে। তারই ধারাবাহিকতায় এবারও পরিস্থিতির প্রেক্ষাপটে সমিতির পক্ষ থেকে গত ২১ জুলই রোববার ওজনপার্কের মামোছ পার্টি হলে বাদ মাগরিব জরুরি সাধারণ সভায় বসে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু। মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফখর, মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, হারুন মিয়া, ফখরুল ইসলাম বেলাল, সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বুরহান উদ্দীন কপিল। প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা রফিক উদ্দীন। জরুরি সাধারণ সভায় প্রথমে ২০ হাজার ডলার ত্রাণ সহায়তা আলোচনায় উঠে আসে।

আলোচনার এক পর্যায়ে সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই বক্তেব্য উল্লিখিত ত্রাণ সহায়তা অপ্রতুল মনে হলে আরো বেশি সহায়তার কথা উল্লেখ করেন। এ কথার সঙ্গে সহমত পোষণ করে সমিতির সদস্য ফয়সল আহমদ ২৫ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা প্রস্তাব করেন। এ প্রস্তাবে সবাই রাজি হন। সমিতির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে এ আর্থিক ত্রাণ সাহায্য দেওয়া হবে। যে এলাকার মানুষ বেশি আক্রান্ত তারা পাবে বেশি, আর অপেক্ষাকৃত কম আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন কম পাবে। তবে কবে এ ত্রাণ বিতরণ করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ত্রাণের এ অর্থ সমিতির ফান্ড থেকে উত্তোলন করে বিতরণ করা হবে। এর মধ্যে বিত্তশালীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করা হবে। সংগ্রহের পরিমাণ আগামী সাধারণ সভায় উত্থাপন করা হবে।

আলোচনায় অংশ নেন-সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখী, বাফেলো বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাবেক প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার সমিতির বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাবেক দফতর সম্পাদক আব্দুল হামিদ, জামাল আহমদ, আলতাফ হোসেন প্রমুখ।

সভার শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন