২০ মে ২০১২, সোমবার, ০২:০৮:০৭ পূর্বাহ্ন


মার্কিন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট
আপিল কোর্টে ড্রিমারস অ্যাক্ট নিয়ে শুনানি ৫ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
আপিল কোর্টে ড্রিমারস অ্যাক্ট নিয়ে শুনানি ৫ জুলাই


ডাকা (DACA-Dreamers Act for Childhood Arrivac) অর্থাৎ কাগজপত্রবিহীন ইমিগ্র্যান্টদের শৈশবে আসা সন্তানদের বৈধকরণের মামলা দশ বছর পর আপিল কোর্টে শুনানির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ওবামা আমলের এই ইমিগ্রেশন কর্মসূচি আগামী ৬ জুলাই ৫ম সার্কিট কোর্টে বিবেচনার জন্য নেয়া হবে। ট্রেক্সাসের কোর্টে আনীত এই ডাকা বিরোধী মামলার দিকে সকল ডাকার মাধ্যমে বেনিফিট পাওয়া সন্তানরা চেয়ে আছে। 

সমগ্র দেশে এই ড্রিমাররা গ্রিনকার্ড পাবে কিনা সে প্রশ্ন ঝুলে রয়েছে। তারা আমেরিকার সিটিজেন হওয়ার স্বপ্ন দেখে। ওবামা তাদের স্বপ্নপূরণের জন্য এই ড্রিমারস অ্যাক্ট করেছিলেন। কিন্তু এখনো তা ঝুলে রয়েছে। 

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটটের জরিপে দেখা যায়, ২৩ লাখ ড্রিমার এখন আমেরিকায় রয়েছে। তাদের মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪০০ জনের ডাকা সুবিধা রয়েছে। তারা তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করতে পেরেছে। 


শেয়ার করুন