বাইডেন প্রশাসন গত ৩০ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয় নিয়ম আরো কঠোর করার ঘোষণা দিয়েছে। আগামী ৫ নভেম্বরের ভোটারদের তার প্রশাসন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেখাতে এ বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। এ নতুন নিয়ম গত জুনে ঘোষিত সীমাবদ্ধতাগুলোকে আরো কঠোর করছে। আগের নিয়ম অনুযায়ী, যখন প্রতিদিন ২ হাজার ৫০০ অভিবাসী সীমান্ত পার হলে যদি আরো অভিবাসী প্রবেশ করার চেষ্টা করতো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় প্রাপ্তির সুযোগ সীমাবদ্ধ করতে পারতো। সীমান্তে প্রবেশের দৈনিক সংখ্যা এক সপ্তাহে গড়ে ১ হাজার ৫০০-এর নিচে নেমে এলে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হতো।
কিন্তু গত ৩০ সেপ্টেম্বর সোমবার প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিনের সংখ্যা এক মাসের জন্য ১ হাজার ৫০০-এর নিচে থাকতে হবে, যাতে সীমাবদ্ধতা তুলে নেওয়া যায় এবং প্রশাসন এখন সব শিশুকে গণনায় অন্তর্ভুক্ত করছে। যেখানে আগে শুধু মেক্সিকোর শিশুদের গণনা করা হতো। এ পরিবর্তনগুলো, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়, সীমাবদ্ধতা তোলার প্রক্রিয়াকে আরো কঠিন করে তুলবে এবং যারা সীমান্ত চৌকির বাইরে থেকে দেশে প্রবেশ করছে তাদের জন্য যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রাপ্তির সুযোগ অনেকটাই সংকুচিত করবে। অভিবাসন সমর্থনকারী সংগঠনগুলো ইতিমধ্যেই জুনে ঘোষিত সীমাবদ্ধতাগুলো নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। তারা প্রশাসন অত্যাচার থেকে পালিয়ে আসা মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষাগুলো কেটে দিচ্ছে তা নিয়ে তখন সমালোচনা করেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার জানিয়েছে, জুনে পরিবর্তন ঘোষণার পর থেকে আইনসম্মত সীমান্ত পারাপারের বাইরে সীমান্তে ধরা পড়া লোকজনের দৈনিক সংখ্যা ৫০ ভাগেরও বেশি কমে গেছে।
সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন বাইডেন প্রশাসনের জন্য একটি দুর্বল দিক এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, যিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী, তার জন্যও চ্যালেঞ্জ। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের অন্য সদস্যরা বাইডেন প্রশাসনের অধীনে দক্ষিণ সীমান্তে আসা অভিবাসীদের উচ্চসংখ্যাকে কেন্দ্র করে প্রশাসন এবং হ্যারিসকে সমালোচনা করে যাচ্ছেন, বলছেন যে হোয়াইট হাউস এবং হ্যারিস অভিবাসন কমাতে এবং সীমান্ত নিরাপদ করতে যথেষ্ট কাজ করেনি। গত শুক্রবার ২৭ সেপ্টেম্বর শুক্রবার, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে অ্যারিজোনার একটি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে মেক্সিকো থেকে আলাদা করা লম্বা ধাতব বেড়ার পাশে হেঁটে গিয়ে আশ্রয় নিয়ম কড়াকড়ির আহ্বান জানান। পাশাপাশি অভিবাসীদের আইনি পথে স্বাগত জানানোর একটি ভালো উপায়ের আহ্বান জানান। কমলা হ্যারিস বলেছিলেন, আমি এই ভুল ধারণাটিকে প্রত্যাখ্যান করি যে আমাদের হয় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে, নতুবা এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ এবং মানবিক। আমরা উভয়কেই করতে পারি এবং আমাদের তা অবশ্যই করতে হবে।
বাইডেন প্রশাসন সিবিপি ওয়ান অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ব্যবহার করে যারা আশ্রয়ের আবেদন করতে চান তাদেরও অনুমতি দিচ্ছে। তবে তাদের অবশ্যই অ্যাপটিতে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং একটি আইনসম্মত সীমান্ত চৌকিতে আসতে হবে। প্রশাসন অভিবাসীদের এই অ্যাপ ব্যবহার করার জন্য উৎসাহিত করছে যাতে তারা অবৈধভাবে সীমান্ত পার না হয়। কিন্তু দৈনিক ১ লাখ ৪৫০টি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং চাহিদা এই সংখ্যার চেয়ে অনেক বেশি, এবং প্রশাসন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বাড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি।