১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ০৬:৪০:৫০ পূর্বাহ্ন


তোকে ছুঁই
সালাহউদ্দিন নোমান
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২২
তোকে ছুঁই



কি করিস এখন তুই? 

আমিতো স্মৃতির পাতা উল্টেপাল্টে  

হরহামেশা তোকে ছুঁই, তোকেই ছুঁই।

কি করিস এখন তুই? 

আচানক আমায় ভেবে চোখের কাজল 

চোখের জলে ভিজলো ওই ভিজলো ওই!!

কি করিস এখন তুই,

আমিতো স্মৃতির পাতা উল্টেপাল্টে 

হরহামেশা তোকে ছুঁই, তোকেই ছুঁই।

শেয়ার করুন